বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাকিব নেগেটিভ, রহমত পজিটিভ

  •    
  • ১৮ মার্চ, ২০২১ ১৩:৫১

আগামী শনিবার পুনরায় রহমত মিয়ার করোনা পরীক্ষা করানো হবে। ফলাফল নেগেটিভ এলে ২২ মার্চ নেপালের উদ্দেশে রওনা করবেন তিনি। ওই দিন কাঠমান্ডুর উদ্দেশে যাওয়ার কথা জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।

নেপালে ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকা ছাড়ার আগে জাতীয় দলের ফুটবলার রাকিব হোসেনের করোনা পজিটিভের খবরে চিন্তার ভাঁজ পড়ে জেমি ডের কপালে। পরে অবশ্য করোনা নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে যাচ্ছেন এই উইঙ্গার। করোনা নিয়ে দুশ্চিন্তা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের।

এবার জাতীয় দলের পরীক্ষিত ডিফেন্ডার রহমত মিয়ার করোনা ধরা পড়েছে। আপাতত তিনি আইসোলেশনে আছেন। তাই তাকে ছাড়াই কাঠমান্ডুর উদ্দেশে উড়াল দিচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রহমত মিয়া কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এতে নেপালে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে বৃহস্পতিবার তার যাওয়া স্থগিত করা হয়েছে।

আগামী শনিবার পুনরায় রহমত মিয়ার করোনা পরীক্ষা করানো হবে। ফলাফল নেগেটিভ এলে ২২ মার্চ নেপালের উদ্দেশে রওনা করবেন তিনি। ওই দিন কাঠমান্ডুর উদ্দেশে যাওয়ার কথা জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।

মূলত স্বাস্থ্যবিধি অনুযায়ী, নেপাল ভ্রমণের আগে করোনা পরীক্ষা করাতে হয় জাতীয় দলের সব ফুটবলারের। গত মঙ্গলবার এই পরীক্ষা করা হয়েছে। সকালে ফল পাওয়ার পর রাকিবের করোনা পজিটিভ ধরা পড়ে। তাই বুধবার দলের অনুশীলনে ছিলেন না এই উইঙ্গার। পরে পুনরায় পরীক্ষায় নেগেটিভ আসায় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন রাকিব।

২৩ মার্চ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে কিরগিজস্তানের সঙ্গে। ফাইনালের আগে ২৫ মার্চ দ্বিতীয় ও গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে আয়োজক নেপালের সঙ্গে। ফাইনাল হবে ২৭ মার্চ।

এ বিভাগের আরো খবর