প্রস্তুতির অভাবে জানুয়ারি থেকে নির্বাচন পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেব্রুয়ারি থেকে পিছিয়ে নির্বাচন হতে চলেছে আগামী মার্চে। একই দিনে ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হবে।
ক্লাবের স্বতন্ত্র চেয়ারম্যান এ এম আমিন উদ্দিনের উপস্থিতিতে বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এবিএম রিয়াজুল কবীর কাওছার।
তফসিল অনুযায়ী, ৬ মার্চ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নির্বাচন হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, সকাল ১১টায় খসড়া ভোটার তালিকার ওপর কোনো আপত্তি থাকলে তার শুনানি, সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে।
১ মার্চ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল (প্রাথী নিজে বা প্রতিনিধির মাধ্যমে), রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩ মার্চ প্রার্থী বাছাই এবং আপত্তি ও শুনানির পর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, রাত ৮টায় প্রার্থীতা প্রত্যাহার, ৪ মার্চ বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৬ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হবে।
ক্লাবের ৩৩১ জন ভোটার ২ বছরের জন্য সভাপতি এবং ১৬ জন পরিচালক নির্বাচন করবেন। ক্লাবের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অনুযায়ী স্থায়ী সদস্যগণ নির্বাচনের মনোনয়ন ক্রয় করতে পারবেন এবং ভোট প্রদান করতে পারবেন।
সভাপতি পদে ৫০ হাজার টাকা এবং পরিচালক পদে প্রার্থীর জন্য ১০ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
২০১১ সালে সবশেষ নির্বাচন হয়েছিল মোহামেডানের। সেবার ওবায়দুল করিম ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে সদস্যপদ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
দীর্ঘদিন আদালতে মামলা চলার পর অবশেষে সুপ্রিম কোর্ট নির্বাচনকে স্থগিত করে দেয়। পরে ২০১৮ সালে নিম্ন আদালত এএম আমিন উদ্দীনকে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।