টানা দুই ম্যাচের হারের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ পুলিশ এফসি। আইভরি কোস্টের ফুটবলার বাল্লো ফামৌসার গোলে জয়ে নিয়ে মাঠ ছেড়েছে পাকির আলীর শিষ্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় পুলিশ। এই হারে টানা দ্বিতীয় ম্যাচে হারল শেখ জাহিদুর রহমানের বারিধারা।
এর আগে লিগে প্রথম দুই ম্যাচে দুই হেভিওয়েট বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর কাছে হেরেছিল পুলিশ। তৃতীয় ম্যাচে এসে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল তারা। অন্যদিকে প্রথম ম্যাচে কিংসের কাছে হেরে আসর শুরু করে বারিধারা।
শনিবারের ম্যাচে জয়ের আশায় মাঠে নেমে সমান তালে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধ গোলশূন্য শেষ হলে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মুখিয়ে থাকে তারা।
ম্যাচের একেবারে ৮২ মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা মেলে।
ফয়সাল আহমেদের পাস থেকে বল জালে জড়িয়ে পুলিশকে ম্যাচের লিড এনে দেন বাল্লো ফামৌসা। এই আইভরি কোস্টের ফুটবলারের একমাত্র গোলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে নীল জার্সিধারীরা। এ জয়ের মধ্য দিয়ে লঙ্কান কোচ পাকের আলীও পেলেন লিগের প্রথম জয়।
দুই হার আর এক জয়ে তিন পয়েন্ট নিয়ে লিগের টেবিলের সাতে উঠে এসেছে বাংলাদেশ পুলিশ। টানা দুই হারে টেবিলের এগারতে অবস্থান করছে বারিধারা।