ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে দুটি পেনাল্টি গোলে হিরো হয়েছিলেন ইউভেন্তাসের ক্রিস্টিয়ানো রোনালডো। পেনাল্টিই এবার ভিলেন বানিয়ে দিল পর্তুগিজ তারকাকে।
ইতালিয়ান সিরি আ’র ম্যাচে তার পেনাল্টি মিসে আতালান্তার কাছে পয়েন্ট হারিয়েছে ইউভেন্টাস। বুধবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে আতালান্তার সঙ্গে ১-১ গোলে ড্র করে আন্দ্রে পিরলোর দল।
ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল স্বাগতিকরা। ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে লিড এনে দেন ফেডেরিকো চিয়েসা। বেশিক্ষণ লিড ধরে রাখা সম্ভব হয়নি। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট শটে আতালান্তাকে সমতায় ফেরান রেমো ফ্রেউলার।
১-১ সমতায় এগিয়ে যাওয়া ম্যাচে পেনাল্টি আদায় করে ইউভেন্টাসকে লিড নেয়ার সুযোগ এনে দিয়েছিলেন চিয়েসা। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোনালডো।
ডান প্রান্তে ঝাপিয়ে রোনালডোর নেয়া স্পটকিক ধরে ফেলেন আতালান্তার গোলকিপার পিয়েরলুইজি জলিনি। এ ছাড়া আলভারো মোরাতাকেও হতাশ করেন এই গোলকিপার।
শেষ পর্যন্ত ঘরের মাঠে পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়ে ওল্ড লেডিরা। অবশ্য কোচ পিরলোর অধীনে টানা ১২ ম্যাচে অপরাজিত আছে টানা নয় বারের লিগ চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে চার পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে ইউভেন্টাস।
এদিকে লিগের অন্য ম্যাচে জেনোয়ার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে শীর্ষস্থান অক্ষত রেখেছে এসি মিলান।
আর রোমেলু লুকাকুর পেনাল্টি গোলে নাপোলির সঙ্গে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। পয়েন্ট টেবিলে টানা পাঁচ জয়ে দুইয়ে অবস্থান করছে ইন্টার।