বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিফা বেস্টের ফাইনালে মেসি-রোনালডো-লেওয়ানডোভস্কি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ ডিসেম্বর, ২০২০ ২৩:১৪

মেসি গতবছর এই ট্রফি জেতেন। আর রোনালডো ২০১৬ ও ২০১৭ সালে এই পুরস্কার জিতেছেন। ১৭ ডিসেম্বর ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

ফিফা বর্ষসেরা পুরস্কার ‘ফিফা বেস্ট অ্যাওয়ার্ড’ এর জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে তিন ফরোয়ার্ডকে।আর্জেন্টিনা ও বার্সেলোনার লিওনেল মেসি, পর্তুগাল ও ইউভেন্তাসের ক্রিস্টিয়ানো রোনালডো এবং পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডোভস্কি জায়গা করে নিয়েছেন ফাইনালে।

১৯৯১ সালে চালু হওয়া এই পুরস্কার ২০০৮ সাল পর্যন্ত ছিল ‘ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার’ নামে। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত এটি দেওয়া হয় ‘ফিফা ব্যলন ডর’ নামে।

২০১৬ সাল থেকে এটিকে নতুন ভাবে ব্র্যান্ডিং করে ‘ফিফা বেস্ট অ্যাওয়ার্ড’ নামে দেওয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

মেসি গতবছর এই ট্রফি জেতেন। আর রোনালডো ২০১৬ ও ২০১৭ সালে এই পুরস্কার জিতেছেন। ১৭ ডিসেম্বর ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

দুই তারকা মোট ১১বার জিতেছেন বর্ষসেরা ফুটবলারের ট্রফি। মেসি জিতেছেন ছয়বার আর রোনালডো পাঁচবার।

এবারে অবশ্য বিশেষজ্ঞদের চোখে ফেভারিট লেওয়ানডোভস্কি। বায়ার্ন মিউনিখকে ইউরোপিয়ান ট্রেবল জেতানোর পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন এই স্ট্রাইকার।বায়ার্নের হয়ে ৪৯ ম্যাচে ৫৬ গোল করেন এই পোলিশ তারকা। রোনালডো ও মেসির মতো কিংবদন্তিরা থাকতেও লেওয়া নিজেকে এই ট্রফির যোগ্য দাবিদার মনে করেন।গত মাসে ওলে ম্যাগাজিনকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটি ফিফা পুরস্কার জয় স্বপ্নের মতো। সবসময়ই বিশেষ কিছু। ব্যক্তিগতভাবে আমি জানি যে আমি কতটা কঠোর পরিশ্রম করেছি এবং গেল বছরের অর্জনগুলোর জন্য নিজেকে কতটা উদ্বুদ্ধ করেছি। যে কাজটি করেন সেটিকে ভালোবাসলে পুরস্কার পাওয়া সম্ভব।’

২৫ নভেম্বর এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা থেকে বাদ পড়েছেন কেভিন ডি ব্রুইনা, সাদিও মানে, কিলিয়ান এমবাপে, নেইমার, সার্হিও রামোস, মোহামেদ সালাহ, থিয়াগো আলকানতারা এবং ভার্জিল ফন ডাইক।সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা নারী খেলোয়াড়, সেরা কোচ, সেরা গোলকিপার এবং সেরা গোলের জন্য 'পুসকাস অ্যাওয়ার্ড' এরও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।সেরা নারী খেলোয়াড়ের ফাইনালিস্ট তিনজন হলেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ, ডেনমার্কের পারনিল হার্ডের এবং ফ্রান্সের ওয়েন্ডি রেনঁ।

সেরা কোচের দাবিদার হয়েছেন বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক, লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ এবং লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসা।বর্ষসেরা গোলদাতার তালিকার চূড়ান্ত তিনজন হলেন ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর উরুগুইয়ান ফরোয়ার্ড জিওর্জিয়ান আরাসেতা, টটেনহ্যামের কোরিয়ান ফরোয়ার্ড হন মিউং-সন, এবং আতলেতিকো মাদ্রিদের উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

সেরা গোলকিপারের ট্রফির জন্য লড়বেন বায়ার্নের মানুয়েল নয়্যার, আতলেতিকোর ইয়ান ওব্লাক এবং লিভারপুলের আলিসন বেকার।

এ বিভাগের আরো খবর