বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলবার জন্য এখন ঢাকায় নেপাল ফুটবল দল। সেই দুটি ম্যাচের আগে বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দলে রয়েছেন দুই গোলরক্ষক, আট ডিফেন্ডার, পাঁচ মিডফিল্ডার ও আট ফরোয়ার্ড। ২৩ সদস্যের এই দলে জায়গা হয়নি জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার। আগেই ঘোষণা করা ৩১ সদস্যের দল থেকে এই ২৩ জনকে ডেকেছেন কোচ জেমি ডে।
দুই ম্যাচের প্রথমটি আগামী শুক্রবার, ১৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় ম্যাচটি হবে ১৭ নভেম্বর। দু’টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
জায়গা হয়নি রানার।
২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক - মোহাম্মদ শহিদুল আলম, আনিসুর রহমান
ডিফেন্ডার - বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, তপু বর্মণ, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, ইয়াসিন খান, মানিক মোল্লা, সুশান্ত ত্রিপুরা
মিডফিল্ডার - জামাল ভূঁইয়া, রবিউল হাসান, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মোহাম্মদ ইবরাহিম
ফরোয়ার্ড - বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন, সুমন রেজা, এম এস বাবলু, মাহবুবুর রহমান, সাদ উদ্দীন, রাকিব হোসেন