বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেভেনি সুন্দরবনের আগুন 

  •    
  • ৬ মে, ২০২১ ১১:২৪

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, ‘আজ সকাল থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। বনের দুই একর জায়গা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে দাউ দাউ করে কোথাও আগুন জ্বলেনি। বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে, যাতে বনের ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে গেছে।’

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে এখনও জ্বলছে আগুন। তা নেভাতে বৃহস্পতিবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এই রেঞ্জের দাসে ভারানি এলাকায় সোমবার (৩ এপ্রিল) দুপুরে প্রথম আগুন লাগে। সেটি নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার বিকেলে। বুধবার সকালেই আবার আগের অংশের প্রায় এক কিলোমিটার দক্ষিণে আগুন জ্বলতে দেখা যায়।

জয়নাল আবেদীন এই আগুনের কারণ জানতে গঠিত কমিটির প্রধানও।

তিনি বলেন, ‘বুধবার সকালে আবারও অগ্নিকাণ্ডের স্থানের দক্ষিণ পাশের কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে ওঠে। আলো কমে আসায় বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস আগুন নির্বাপণ কাজ বন্ধ রাখে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাতেও ওই এলাকায় ছিল।

‘আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। বনের দুই একর জায়গা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে দাউ দাউ করে কোথাও আগুন জ্বলেনি। বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে, যাতে বনের ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে গেছে।’

আগুনে সুন্দরবনের এই অংশের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন এই বন কর্মকর্তা।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আশা করছি, আজকের মধ্যে আমরা আগুন নেভাতে সক্ষম হব।’

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় চার শতক বনভূমি পুড়ে যায়।

এ বিভাগের আরো খবর