চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ‘ব্যাঙ্গ’ করার ঘটনায় করা মামলায় মাদ্রাসার চার শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মোহাম্মদ আবু কাহার।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন মাদ্রাসা সুপার আব্দুস সালাম, শিক্ষক গোলাম কবির, আজমল আলী ও কুতুবুল আলম।
এর আগে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী।
বুধবার রাতে করা এই মামলায়, বাদী উল্লেখ করেন পাউরুটি কেটে জাতির পিতার জন্মদিন পালনের মাধ্যমে তাকে অসন্মান করা হয়েছে। এতে এলাকায় সৃষ্টি হয় ক্ষোভ।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনকে ‘ব্যঙ্গ’: দুই মাদ্রাসাশিক্ষক আটক
মামলার ১১ আসামির মধ্যে ১০ জন বৈরতলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও একজন পিয়ন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস নিউজবাংলাকে জানান, মামলার অন্য আসামিদেরও দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।