বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিকিনির নারীটি ইউক্রেনের ফার্স্ট লেডি নন

  •    
  • ২৭ অক্টোবর, ২০২২ ২১:৫৪

ভুয়া ছবির কোলাজে থাই ভাষার ক্যাপশনে লেখা- ‘জেলেনস্কির স্ত্রী এই মুহূর্তে ইসরায়েলে আছেন এবং এটি ১০/১৯/২০২২ তারিখে ইসরায়েলে ছুটি কাটানোর সময় ইউক্রেনীয় ফার্স্ট লেডির ছবি।’

বিকিনি পড়ে সৈকতে শুয়ে আছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ছবিতে দাবি করা হচ্ছে, রুশ সামরিক অভিযানের মধ্যেই ইসরায়েলে ছুটি কাটাচ্ছেন ওলেনা।

ফেসবুকের পোস্টে করা দাবিটি ভুয়া। ছবিটি আসলে রাশিয়ান টেলিভিশন উপস্থাপক ইলেনা লেনিনার। বালুতে উপুড় হয়ে শুয়ে থাকা ইলেনার ছবিটি প্রথম ফাঁস হয় ২০১৬ সালে। চলতি বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে ছবিটি আবারও শেয়ার করেন বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন ইলেনা।

ভুয়া দাবির কোলাজে দেখা যায়, ছবির ওপরের অংশে সৈকতে শুয়ে আছেন এক নারী- তার শরীরের কিছু অংশ সেন্সর করা। নিচে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার একটি ছবি। এটি চলতি বছরের ২১ অক্টোবর পোস্ট হয়৷

কোলাজে থাই ভাষার ক্যাপশনে লেখা- ‘জেলেনস্কির স্ত্রী এই মুহূর্তে ইসরায়েলে আছেন এবং এটি ১০/১৯/২০২২ তারিখে ইসরায়েলে ছুটি কাটানোর সময় ইউক্রেনীয় ফার্স্ট লেডির ছবি।’

পোস্টকারী দাবি করেছেন, ছবিটি ‘রাশিয়ান সাংবাদিকদের মাধ্যমে ফাঁস হয়েছে’।

একই ক্যাপশনসহ এই কোলাজটি ফেসবুকের বিভিন অ্যাকাউন্ট থেকেও শেয়ার হয়েছে৷ টুইটারেও কোলাজটি পোস্ট হয়। এটি রিটুইট হয়েছে ১২০ বারের বেশি; লাইক পড়েছে ৩২০টি।

পোস্টগুলোর কমেন্ট দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে অনেকেই সৈকতের ওই নারীকে জেলেনস্কা বলে বিশ্বাস করেছেন।

একজন লেখেন, ‘বিলাসী জীবনযাপন করুন। ক্ষমতার ক্ষুধা। মানুষের কষ্টের কথা চিন্তা করেন না। টাকা থাকলে সবকিছু আছে।

‘যুদ্ধে হেরে আনন্দ করার জন্য উড়ে যাওয়া, মানুষকে কষ্টের মধ্যে ছেড়ে দেয়া। রাজনীতিবিদ, কৌতুক অভিনেতা।’

অন্য একজন লেখেন, ‘কীভাবে জেলেনস্কা স্বাচ্ছন্দ্যে ঘুমাচ্ছেন, যখন মানুষের থাকার জায়গা নেই। মানুষকে কষ্টে রেখে জীবনকে উপভোগ করা।’

এএফপি বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে না গেলেও, সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র সংগ্রহে তার স্ত্রী জেলেনস্কা মিত্র দেশগুলোতে চষে বেড়াচ্ছেন।

রাশিয়ান টিভি উপস্থাপক

ইয়ানডেক্সে একটি বিপরীত চিত্র অনুসন্ধানের পর রাশিয়ান টিভি উপস্থাপক ইলেনা লেনিনা সম্পর্কে নিবন্ধগুলোতে কীওয়ার্ড অনুসন্ধানে দেখা গেছে, একই ছবি ২০১৬ সালে পোস্ট করা হয়েছিল৷

ভুয়া পোস্টে সৈকতে থাকা নারীর ছবির মতো ইলেনার ছবিগুলো রাশিয়ান ফ্রি-টু-এয়ার টেলিভিশন নেটওয়ার্ক রেনটিভিতে ২০১৬ সালের জুনে ফাঁস হয়েছিল

রেন টিভি জানিয়েছে, ইলেনার ছবিগুলো তার বাড়ির সংস্কারের সময় ফাঁস হয়েছিল; যখন নির্মাণ শ্রমিকরা তার সেলফোনে অ্যাক্সেস নিয়েছিল।

নীচের তুলনাটি ভুয়া পোস্ট (বাম) এবং রেন টিভির প্রকাশিত (ডানে) ইলেনার ছবির মধ্যে মিল দেখায়:

একটি অভিন্ন, তবে উল্টানো ছবির সংস্করণটি বেশ কয়েকটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটেও পোস্ট হয়েছিল।

২৪ অক্টোবর ইলেনা ভুয়া দাবি সম্পর্কে তার যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন; যার একটা অংশে তিনি বলেন, ‘আমার ছবিটি ব্যবহার করে সুবিধা নেয়া হচ্ছে।’

২০২২ সালের ২৪ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে ইলেনার প্রতিক্রিয়ার স্ক্রিনশট

থাইল্যান্ডে ইউক্রেনের দূতাবাস জানায়, ছবিতে যে নারী তিনি ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা নন।

দূতাবাসের কর্মকর্তা দিমিত্রো দেনেকো বলেন, ‘ছবির মানুষটি যে ওলেনা জেলেনস্কা নন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।’

এ বিভাগের আরো খবর