বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ন্যাটো!  

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ২১:০৬

বিদেশি যোদ্ধারা ইউক্রেনের সামরিক ইউনিটে যোগ দিয়েছে, এটা সবার জানা। তবে রুশ কর্মকর্তারা এখন বলছেন, ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে পুতিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে ন্যাটো।

ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো যুদ্ধ করছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে ‘পশ্চিমা উপদেষ্টাদের ডি-ফ্যাক্টো কমান্ডের অধীনে’ সামরিক ইউনিট সক্রিয়।

রাশিয়ার টেলিভিশন ও সোশ্যাল নেটওয়ার্কগুলোও একই খবর প্রচার করছে। তারা বলছে, ন্যাটো সেনারা সক্রিয়ভাবে ইউক্রেন যুদ্ধে জড়িত।

তবে ন্যাটোর দাবি, এসব কিছুই করছে না তারা। কিয়েভে কেবল অস্ত্র ও লজিস্টিক সহায়তা দিচ্ছে সামরিক জোটটি; কারণ ইউক্রেন ন্যাটোর সদস্য না।

পাল্টাপাল্টি দাবিগুলো খতিয়ে দেখেছে বিবিসির ফ্যাক্টচেক দল।

কী দাবি করা হচ্ছে?

জাতির উদ্দেশে বুধবার দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘কিয়েভ সরকার বিদেশি ভাড়াটে এবং জাতীয়তাবাদীদের নিয়ে নতুন গ্যাং প্রতিষ্ঠা করেছে। তারা ন্যাটোর মানদণ্ডে প্রশিক্ষিত সামরিক ইউনিট; কাজ করছে পশ্চিমা উপদেষ্টাদের ডি-ফ্যাক্টো কমান্ডের অধীনে।’

বিদেশি যোদ্ধারা ইউক্রেনের সামরিক ইউনিটে যোগ দিয়েছে, এটা সবার জানা। তবে রুশ কর্মকর্তারা এখন বলছেন, ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে পুতিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে ন্যাটো।

রুশ চ্যানেল ওয়ানে ভ্রেম্যা পোকাজেটের উপস্থাপক রুসলান ওস্তাশকো ১৩ সেপ্টেম্বর বলেছিলেন, ইউক্রেনীয় সেনারা যুদ্ধ করার চেয়ে ছবি তোলা এবং টিকটকে ভিডিও বানাতে ব্যস্ত; তাদের হয়ে লড়াই করছে ন্যাটোর সেনারা। প্রমাণ হিসেবে অনুষ্ঠানজুড়ে ইউক্রেনে যুদ্ধরত বিদেশিদের সোশ্যাল মিডিয়া থেকে নেয়া ফুটেজ দেখানো হয়।

রুসলান ওস্তাশকো রাশিয়ার চ্যানেল ওয়ানে একটি টক শোর উপস্থাপক

এর আগে পূর্ব ইউক্রেনের স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) সামরিক মুখপাত্র আন্দ্রেই মারোচকো রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে জানান, খারকিভ অঞ্চলে নিয়মিত ন্যাটো কর্মকর্তাদের আসার খবর রয়েছে তাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে।

‘ন্যাটো কর্মকর্তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্কে শহরে অবস্থান নিয়েছে। বিদেশি এবং ইউক্রেনীয় ইউনিটের মধ্যে ভারসাম্য ঠিক করার উদ্দেশ্যে তারা (ন্যাটো) এই এলাকায় এসেছে।’

অন্য দাবিগুলো সাধারণত বিদেশি যোদ্ধাদের উপস্থিতি সম্পর্কে; যেগুলো ন্যাটোর সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করে না। উদাহরণস্বরূপ, আরআইএ নভোস্তির কলামিস্ট ভ্লাদিমির কর্নিলভ বলেছেন, ইজিউম শহরকে ‘মুক্ত’ করতে আসাদের ভিডিও ফুটেজ নাটকীয়ভাবে বেড়েছে; যেখানে তারা ইংরেজিতে কথা বলছে।

কী প্রমাণ দেয়া হচ্ছে?

যেসব বিদেশি যোদ্ধা স্বেচ্ছায় ইউক্রেনে গেছেন, তাদের সঙ্গে ন্যাটো সেনাদের পার্থক্য খুঁজে বের করা খুব জরুরি। বিবিসি সেই চেষ্টাই করেছে।

রাশিয়ার মিডিয়া আউটলেটগুলো ইউক্রেন ভূখণ্ডে ন্যাটোর উপস্থিতির কোনো প্রমাণ দেখাতে পারেনি। যুদ্ধের ময়দানে তারা কেবল বিদেশি যোদ্ধা থাকার কথা বলছে।

ভ্রেম্যা পোকাজেট অনুষ্ঠানে যেসব বিদেশি যোদ্ধার ফুটেজ দেখানো হয়েছে, তাদের একজন সাবেক আমেরিকান নৌ কর্মকর্তা, নাম ম্যালকম ন্যান্স। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন থেকে তিনি নিয়মিত ভিডিও আপলোড করছেন।

অনুষ্ঠানে ন্যান্সের একটি ভিডিও খুব হাইলাইট করা হয়; যেখানে ন্যান্সের কাঁধে ঝোলানো ছিল একটি আর্টিলারি ব্যাটারি। ভিডিওতে তাকে এটির ব্যবহার সম্পর্কে বলতে শোনা যায়।

ন্যান্স এখন আমেরিকার নৌবাহিনীতে নেই। ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দেয়ার বিষয়টি টুইটে তিনি এপ্রিলে জানিয়েছিলেন। এই হ্যান্ডেলে তার ১০ লাখের বেশি ফলোয়ার আছে। তার মানে এখানে আসলে গোপন করার কিছু নেই।

রুশপন্থি সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে হাইলাইট হওয়া অপর ব্যক্তিটিও একজন আমেরিকান। নাম রব-রয় লেন; যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যে তিনি বেড়ে উঠেছেন৷

লেন নিয়মিত ইউক্রেনীয় সামরিক ইউনিটের সঙ্গে কাজ করার ভিডিও অনলাইনে পোস্ট করেন। পাশাপাশি তার দলে আরও কয়েকজন বিদেশি স্বেচ্ছাসেবকের নামও জানান দেন। এই ভিডিওগুলো রাশিয়াপন্থি সোশ্যাল মিডিয়া চ্যানেলে ব্যাপক হারে শেয়ার করা হয়েছে।

লেনের সামরিক অভিজ্ঞতা আছে বলে কোনো অনলাইন প্রমাণ নেই। সামরিক বাহিনীর সঙ্গে লেনের সম্পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

​​নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেন তার ইউনিটে দুই ব্রিটিশ নাগরিকসহ আরও বেশ কয়েকজন সদস্যের নাম উল্লেখ করেছেন।

বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। তবে তারা সাফ জানিয়ে দিয়েছে, সাবেক কর্মীদের পরিষেবা রেকর্ড বা সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের কার্যকলাপ সম্পর্কে মন্তব্য করবে না।

এ বিভাগের আরো খবর