বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টুথপেস্টের টাইটানিয়াম ডাই-অক্সাইড কি ক্যানসারের কারণ?

  •    
  • ২৯ আগস্ট, ২০২২ ১৭:০৪

হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের ক্যানসার প্রতিরোধের অধ্যাপক টিমোথি রেবেক বলেন, ‘অনেক পণ্যে টাইটানিয়াম ডাই-অক্সাইড আছে। তবে ক্যানসার এবং অন্যান্য প্রজনন সমস্যার পেছনে এই যৌগের ভূমিকার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই।’

টিকটকে লাখ লাখ ভিউ হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, ক্যানসার এবং নারীর বিভিন্ন রোগ ও প্রজনন সমস্যা সৃষ্টি করে টাইটানিয়াম ডাই-অক্সাইড।

এটি আসলে বিভ্রান্তিকর পোস্ট। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) খাদ্য এবং প্রসাধনীতে যৌগটির ব্যবহার অনুমোদন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে ট্যাম্পন স্ট্রিং এবং ক্যানসারের মধ্যে যোগসূত্র প্রমাণিত হয়নি গবেষণায়।

চলতি বছরের ৩০ জুলাই টিকটকে ভিডিওটি আপলোড করেন এক নারী। সেখানে তিনি বলেন, “তার পেছনে রাখা কনটেইনারের থাকা উপাদানগুলোর একটি টাইটানিয়াম ডাই-অক্সাইড। আপনি সচেতন না হলে এটি হতে পারে ক্যানসারের কারণ।”

ভিডিওতে নারীর কাছে এল ব্র্যান্ডের জৈব ট্যাম্পনের একটি বাক্স দেখা যায়। তিনি দাবি করেন, চরম ব্যথাসহ অত্যধিক রক্তপাত, ডিম্বাশয়ের সিস্ট এবং জরায়ু ক্ষতির কারণ এই ট্যাম্পন।

ভিডিওতে ১৫ লাখের বেশি লাইক পড়েছে। ফেসবুকেও একই দাবিতে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়ে।

টাইটানিয়াম ডাই-অক্সাইড একটি প্রাকৃতিক খনিজ; যা প্রায়শই রং এবং টুথপেস্টের মতো পণ্যগুলোকে সাদা করার কাজে ব্যবহৃত হয়।

আমেরিকান বহুজাতিক কোম্পানি মার্স ইনকরপোরেটেডের বিরুদ্ধে জুলাই মাসে একটি অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া দাবিগুলো ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, কোম্পানির তৈরি স্কিটলস ক্যান্ডি মানুষের জন্য অযোগ্য। কারণ এতে যৌগ রয়েছে।

টাইটানিয়াম ডাই-অক্সাইডকে ‘মানুষের জন্য সম্ভাব্য কার্সিনোজেনিক’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি)। গবেষণায় তারা দেখেছে, উচ্চমাত্রায় টাইটানিয়াম ডাই-অক্সাইড গ্রহণের পর ইঁদুরের ফুসফুসের ক্যানসার হয়েছে। ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি ২০২২ সালের মার্চে খনিজটিকে নিষিদ্ধ করে

তবে খাদ্য এবং প্রসাধনী উভয় ক্ষেত্রেই এটির ব্যবহারকে অনুমোদন দিয়েছে এফডিএ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মানুষের মধ্যে টাইটানিয়াম ডাই-অক্সাইড এবং ক্যানসারের কোনো প্রমাণিত যোগসূত্র নেই।

হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের ক্যানসার প্রতিরোধের অধ্যাপক টিমোথি রেবেক। তিনি বলেন, ‘অনেক পণ্যে টাইটানিয়াম ডাই-অক্সাইড আছে। তবে ক্যানসার এবং অন্যান্য প্রজনন সমস্যার পেছনে এই যৌগের ভূমিকার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই।’

পোস্টের দাবিগুলো অতিরঞ্জিত বলছেন কানাডার প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ জেন গুন্টার। তিনি বলেন, ‘খাদ্য বা অন্যান্য পণ্যে টাইটানিয়াম ডাই-অক্সাইড অনিরাপদ বলে কোনো তথ্য নেই। তবে সম্প্রতি কিছু ইঁদুরের ওপর গবেষণায় দেখা গেছে, ৯০ দিনের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে (খাবার বা ট্যাম্পন থেকে যা পেতে পারি তার চেয়ে বেশি) টাইটানিয়াম ডাই-অক্সাইড গ্রহণে অন্ত্রের কিছু উদ্বেগের কারণ হতে পারে।’

ট্যাম্পন ব্যবহার ক্যানসার বা প্রজনন ক্ষতির সঙ্গে সম্পর্তিক না হলেও এটিকে সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত বলা যাবে না। যদিও বিরল, তবুও টক্সিক শক সিনড্রোম-এর মতো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণ হতে পারে এই উপাদানের ব্যবহার; হতে পারে যা জীবনের হুমকিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে যারা ক্যানসার নিয়ে এমন পোস্ট করছেন, তাদের আমেরিকান ক্যানসার সোসাইটিতে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক টিমোথি রেবেক।

‘বিষয়টি সত্য কি না, তা জানার আগ পর্যন্ত আতঙ্কিত হবেন না।’

এ বিভাগের আরো খবর