জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার পর পরই একাধিক চীনা ভাষার সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ছবি পোস্ট হয়। এতে দাবি করা হয়, জাপানি এক সংবাদ পাঠক আবের মৃত্যুর খবর দেয়ার সময় হাসছিলেন।
ছবিটি আসলে ডিজিটালভাবে পরিবর্তন করা হয়েছে। ৮ জুলাই সম্প্রচারিত মূল সংবাদ বিভাগে জাপানি সংবাদ পাঠক একবারের জন্যও হাসেননি। ওই সংবাদ পাঠকের টেলিভিশন স্টেশন বলেছে, তারা এ ধরনের কোনো সম্প্রচার করেনি।
ছবিটি ৯ জুলাই ওয়েইবোতে এটি শেয়ার করা হয়েছিল।
ছবির পাশে জাপানি ভাষায় স্ক্রল ছিল। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘ব্রেকিং নিউজ: মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সাবেক এক কর্মকর্তার গুলিতে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হয়েছেন।’
চীনা অক্ষরে লেখা পোস্টের ক্যাপশন #ShinzoAbeDeath। এই পাঠকের অভিব্যক্তি সংবাদের সঙ্গে একেবারেই অনুপযুক্ত। সৌভাগ্যবশত এটি জাপানি মিডিয়া। আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদি একজন চীনা এই অভিব্যক্তি দেখাত, তবে অন্যদের আগে সাধারণ চীনারা তাদের সমালোচনা করত।’
আবে ৮ জুলাই জাপানের পশ্চিম নারা অঞ্চলে একটি প্রচার সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। একপর্যায়ে এক ব্যক্তি তাকে দুবার গুলি করে। পরে ৪১ বছরের তেতসুয়া ইয়ামাগামী হিসেবে খুনিকে চিহ্নিত করা হয়। গুলি চালানোর কয়েক ঘণ্টা পর আবে মারা যান।
আবের মৃত্যুর খবর প্রচারের সময় জাপানি সংবাদ পাঠককে হাসতে দেখা যাচ্ছে এমন ছবি টুইটার এবং ওয়েইবোর পাশাপাশি চাইনিজ ও তাইওয়ানিজ আলোচনা ফোরাম NetEase এবং Dcard-এতেও এটি ছড়িয়েছে।
যা-ই হোক, ছবিটি ডিজিটালভাবে পরিবর্তন করা হয়েছে।
গুগলে বিপরীত চিত্র এবং কি-ওয়ার্ড অনুসন্ধানে দেখা গেছে, জাপানের ফুজি টেলিভিশন নেটওয়ার্কের সরাসরি সম্প্রচারে প্রকৃত খবরটি সম্প্রচার হয়েছিল ৮ জুলাই!
সংবাদ পাঠক ডাইজিরো এনামি ২০২০ সালের অক্টোবর থেকে এই পেশায় আছেন। তাকে আবের মৃত্যু ঘোষণা দিতে দেখা যেতে পারে। কারণ তার পোশাক এবং ভাষা ৮ জুলাইয়ের প্রকৃত প্রতিবেদনের সঙ্গে মিলে যায়।
নিচে বিভ্রান্তিকর পোস্ট (বাঁয়ে) এবং ফুজি টেলিভিশনের প্রতিবেদনের (ডানে) একটি স্ক্রিনশট তুলনা করা হলো।
আদতে এনামি এই খবর পাঠের সময় একেবারেই হাসেননি। মূল প্রতিবেদনে এনামিকে বলতে শোনা যায়, “সাবেক প্রধানমন্ত্রী আবে আজ সকালে নারাতে রাস্তায় প্রচার চালানোর সময় গুলিবিদ্ধ হন। পালস না থাকায় তাকে নারা প্রিফেকচারের একটি হাসপাতালে নেয়া হয়েছিল।
“একাধিক সূত্র অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৩ মিনিটে আবের মৃত্যু নিশ্চিত করা হয়।”
ফুজি টেলিভিশন নেটওয়ার্কের মুখপাত্র হিরোশি ইয়ামাদা বলছেন, “বিভ্রান্তিকর পোস্টগুলোতে একটি ‘ভুয়া’ ছবি শেয়ার হয়েছে।
“এটি আমাদের সংস্থা দ্বারা সম্প্রচার হয়নি। আমরা এই ধরনের জাল ছবি প্রচার হওয়ার বিষয়টি উপেক্ষা করতে পারি না। ইতোমধ্যে আমরা তা মুছে ফেলার অনুরোধ করেছি।”