বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুশ হেলিকপ্টার লক্ষ্য করে জাভালিন নিক্ষেপের ভিডিও কি সত্যি

  •    
  • ১১ জুলাই, ২০২২ ২০:১৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে। দাবি করা হচ্ছে এটি রুশ হেলিকপ্টারের বিরুদ্ধে ইউক্রেনীয় জাভালিন ক্ষেপণাস্ত্রের আঘাত। আসলেই কি তাই?

ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। ইউক্রেনীয় ও রুশ বাহিনীর লড়াইয়ের অনেক ভিডিওক্লিপ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে। তবে এর সব ভিডিওই সত্যিকার যুদ্ধের ভিডিও নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে। দাবি করা হচ্ছে এটি রুশ হেলিকপ্টারের বিরুদ্ধে ইউক্রেনীয় জাভালিন ক্ষেপণাস্ত্রের আঘাত।

গত ২১ মে মান্দারিন ভাষায় লেখা এক টুইট বার্তাসহ ভিডিওটি পোস্ট করা হয়। সেই টুইটে লেখা হয়, ‘রুশ হেলিকপ্টার ইউনিটের বিরুদ্ধে ইউক্রেনীয় জাভালিন ক্ষেপণাস্ত্র ইউনিট। যুদ্ধ খুব ভয়ংকর।’

অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ক্লিপটিকে আসল মনে করছেন। একজন টুইটার ব্যবহারকারী সেখানে লিখেছেন, এভাবে যদি চলতে থাকে তবে রুশ জনগণের বিমান ফুরিয়ে যাবে। অন্য আরেকজন মন্তব্য করেছেন, আমি জানি না রুশ সেনাবাহিনী কী ভাবছে?

ভিডিওটি এরই মধ্যে ৬০ হাজারের বেশিবার দেখা হয়েছে। এই ভিডিওটি নেটিজেনদের বিশ্বাস লাভের বড় কারণ হলো যুক্তরাষ্ট্র সত্যিই ইউক্রেনকে কয়েক ধাপে জাভালিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছে।

প্রকৃত অর্থে ভিডিওটি রাশিয়া ইউক্রেন লড়াইয়ের কোনো ভিডিও নয়।

মিলিটারি সিম্যুলেশন কিওয়ার্ড সার্চ দিয়ে ইউটিউবে এই রকম একটি ভিডিও পাওয়া গেছে। যেখানে দেখা যাচ্ছে ভিডিওটি আসলে কম্পিউটার গেম আরমা থ্রির মতোই।

আরমা থ্রি গেমারদের প্ল্যাটফর্ম থেকে গত ফেব্রুয়ারি মাসেই সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে আরমার গেমের ভিডিও ইউক্রেন সংঘাতের ভিডিও বলে চালানো হচ্ছে।

এ বিভাগের আরো খবর