বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলেনস্কির কন্যা কি পালিয়ে পোল্যান্ডে

  •    
  • ৬ জুন, ২০২২ ১০:২৪

ভাইরাল খবরে দাবি করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির বড় মেয়ে ওলেকসান্দ্রা জেলেনস্কা পোল্যান্ডে পালিয়ে গেছেন। তিনি তার বাবাকে ঘৃণা করেন এবং তার সঙ্গে জেলেনস্কার মতবিরোধও রয়েছে। তিনি তার বাবাকে নাৎসি বলছেন এবং ইউক্রেনীয় হতাহতের জন্য বাবা জেলেনস্কিকেই দায়ী করে তাকেই ইউক্রেনীয়দের খুনি বলছেন। তার একটি ক্রন্দনরত ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়।

ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। এমন অবস্থায় রুশ অভিযানের শুরুতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপদে দেশত্যাগের প্রস্তাব করা হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে পরিবার নিয়ে কিয়েভেই অবস্থান করেন এবং রুশ সামরিক অভিযান প্রতিহতের ঘোষণা দেন।

এমন পরিস্থিতিতে গত মাসে বিভিন্ন রাশিয়ার সাইটে ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি খবর ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির বড় মেয়ে ওলেকসান্দ্রা জেলেনস্কা পোল্যান্ডে পালিয়ে গেছেন। তিনি তার বাবাকে ঘৃণা করেন এবং তার সঙ্গে জেলেনস্কার মতবিরোধও রয়েছে। তিনি তার বাবাকে নাৎসি বলছেন এবং ইউক্রেনীয় হতাহতের জন্য বাবা জেলেনস্কিকেই দায়ী করে তাকেই ইউক্রেনীয়দের খুনি বলছেন। তার একটি ক্রন্দনরত ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়।

ভাইরাল হয়ে যাওয়া এই ছবি দিয়েই বলা হয়েছে এটি জেলেনস্কির মেয়ে ছবি

ভাইরাল ছবিটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনুসন্ধান করলে দেখা যায়, এই ছবিটি একটি ভিডিও থেকে নেয়া হয়েছে, যা ২০১৭ সালের আগস্টের ২৪ তারিখে ইউটিউবে প্রকাশিত হয়েছিল। এতে স্পষ্ট হয় এই ছবিটি কোনোভাবেই চলতি রুশ সামরিক অভিযানের সঙ্গে প্রাসঙ্গিক নয়। এখন আরেকটি প্রশ্ন হলো ভিডিওর মেয়েটি কী ওলেকসান্দ্রা জেলেনস্কা? এর উত্তরও না। ভিডিওতে পাওয়া ক্রন্দনরত নারী প্রাপ্ত বয়স্ক। ২০১৭ সালে ওলেকসান্দ্রা জেলেনস্কার বয়স ছিল ১১ বছর। অর্থাৎ এটি কোনোভাবেই জেলেনস্কার ভিডিও নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ও রুশ ওয়েবসাইটে প্রকাশিত জেলেনস্কির মেয়ের পোল্যান্ডে পালিয়ে যাওয়ার সংবাদটি আসলে ভুয়া খবর।

এ বিভাগের আরো খবর