বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ মাছ ধরা নিয়ে

  •    
  • ১৬ জুলাই, ২০২১ ২২:২০

থানায় করা অভিযোগে আহত মিনার মিয়ার ছেলে সাগর মিয়া খেলা নিয়ে সংঘর্ষের কথা উল্লেখ করেননি। অভিযোগে তিনি বলেছেন, ‘মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। এর জেরেই ধরে এ সংঘর্ষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খেওয়াই গ্রামে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুরুতে বলাবলি হচ্ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা মধ্যে হয়ে যাওয়া ফুটবল ম্যাচ নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে থানায় করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংঘর্ষ হয়েছে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে।

আহতরা হলেন মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফোরকান মুন্সি।

এদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন এদের কারও অবস্থায় আশঙ্কাজনক নয়।নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক কলেজ ছাত্র ও মিনার মিয়াকে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, ১১ জুলাই হওয়া কোপা আমেরিকার ফুটবল ফাইনালকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়। মূলত মুন্সীবাড়ি ও সর্দার বাড়ির লোকজন এ সংর্ঘষে জড়ায়।তবে এ বিষয়ে থানায় করা অভিযোগে আহত মিনার মিয়ার ছেলে সাগর মিয়া খেলা নিয়ে সংঘর্ষের কথা উল্লেখ করেননি।

অভিযোগে তিনি বলেছেন, ‘মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। এর জেরেই ধরে এ সংঘর্ষ হয়।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে যতটুকু জেনেছি খেলা নিয়ে এ সংঘর্ষ হয় নি। অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর