বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির গেঞ্জিতে চে গুয়েভারা কীভাবে?

  •    
  • ২৪ জুন, ২০২১ ১৮:৫০

চে গুয়েভারার মুখায়বের গেঞ্জিসহ মেসির ছবিটি তৈরি করা হয়েছে ফটোশপের সাহায্যে। মেসির মূল ছবিটি ২০০৭ সালের ১০ মার্চ তোলা। ওই দিন ১৯ বছরের মেসি বার্সেলোনার পক্ষে প্রথম হ্যাট্রিক করেন। সেই ম্যাচে দ্বিতীয় গোল করার পর উচ্ছ্বসিত মেসির ছবিটি তোলেন এএফপির ফটো সাংবাদিক সেসার রানহেল।

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির জার্সি উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশের একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। এতে দেখা যায় জার্সির নিচে মেসি কিউবার বিপ্লবী কমিউনিস্ট নেতা চে গুয়েভারার মুখায়ব ছাপানো একটি গেঞ্জি পরেছেন।

বাংলাদেশে মেসিভক্ত অনেকেই শেয়ার করেছেন ছবিটি। দেশের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি শেয়ার হচ্ছে।

ফুটবল তারকা লিওনেল মেসি ও কমিউনিস্ট নেতা চে গুয়েভারার জন্ম আর্জেন্টিনায়। করোনাভাইরাসের মহামারি ঠেকাতে গত বছর লকডাউনের সময়ে মেসি ঘোষণা দেন বার্সেলোনার খেলোয়াড়রা ৭০ শতাংশ বেতন ছাঁটাইয়ে রাজি। বেঁচে যাওয়া এই অর্থ ক্লাব কর্মচারীদের জন্য ব্যয় হবে।

এই ঘোষণার পর ইউরোপের সংবাদ মাধ্যমে মেসিকে ভূয়সী প্রশংসা করা হয়। ফরাসি সংবাদপত্র লেকিপ তাকে চে গুয়েভারার সঙ্গে তুলনা করে। এরপর ১৪ জুন চে গুয়েভারার জন্মবর্ষিকীতে আলোচিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কেউ কেউ ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মেসির বুকে বিপ্লবী চে। ছবি: কালেক্টেড।’

মেসিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতেও অনেকে শেয়ার করেছেন ছবিটি।

মেসির এমন একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে

তবে চে গুয়েভারার মুখায়বের গেঞ্জিসহ মেসির ছবিটি তৈরি করা হয়েছে ফটোশপের সাহায্যে। মেসির মূল ছবিটি ২০০৭ সালের ১০ মার্চ তোলা।

ওই দিন ১৯ বছরের মেসি বার্সেলোনার পক্ষে প্রথম হ্যাট্রিক করেন। সেই ম্যাচে দ্বিতীয় গোল করার পর উচ্ছ্বসিত মেসির ছবিটি তোলেন এএফপির ফটো সাংবাদিক সেসার রানহেল

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘বার্সেলোনার লিওনেল মেসি কাম্প ন্যু স্টেডিয়ামে ১০ মার্চ ২০০৭ স্প্যানিশ লিগের ফুটবল ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় গোল করার পর উচ্ছ্বসিত।’

মেসির আলোচিত ছবিটি প্রকৃতপক্ষে ২০০৭ সালের ১০ মার্চ এএফপির তোলা

এফসি বার্সেলোনা তাদের ইউটিউব চ্যানেলে ওই ম্যাচের একটি ভিডিও আপলোড করে যার ক্যাপশন ছিল, ‘দ্য ফার্স্ট অফ মেনি: মেসি’স ডেব্যু হ্যাটট্রিক ফর বার্সেলোনা।’

ভিডিওটির ৯ সেকেন্ডের সময়ে গোল করার পর মেসিকে তার জার্সি তুলে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। আর সেই সময়ে তোলা আলোকচিত্র ফটোশপে এডিট করে গেঞ্জিতে যোগ করা হয়েছে চে গুয়েভারার মুখের ছবি।

এ বিভাগের আরো খবর