বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে ভূমিকম্প আসলে কতবার?

  •    
  • ২৯ মে, ২০২১ ১৭:০১

আবহাওয়াবিদ বজলুর রশিদ বিকেল পৌনে ৪টার দিকে নিউজবাংলা প্রতিবেদককে বলেন, ‘আপনি সাতটার কথা জানালেও আমরা এখন পর্যন্ত চারটার ক্লিয়ার রেকর্ড পেয়েছি।’

ভূমিকম্পে শনিবার সকাল থেকে বারবার কেঁপে উঠেছে পর্যটননগরী সিলেট। তবে ঠিক কতবার ভূমিকম্প হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তারা চারবারের কম্পনের মাত্রা পেয়েছে। বাকি মাত্রাগুলো রিখটার স্কেলে সেভাবে আসেনি।

শনিবার সিলেটে প্রথম ভূমিকম্প অনুভূত হয় সকাল ১০টা ৩২ মিনিটে। সবশেষটি অনুভূত হয় বেলা ১টা ৫৮ মিনিটে।

বলা হচ্ছে, এর মাঝে আরও পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, সব মিলিয়ে চারবার তারা রিখটার স্কেলে মাত্রা পেয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বিকেল পৌনে ৪টার দিকে নিউজবাংলা প্রতিবেদককে বলেন, ‘আপনি সাতটার কথা জানালেও আমরা এখন পর্যন্ত চারটার ক্লিয়ার রেকর্ড পেয়েছি।’

তাহলে কয়টি ভূমিকম্পের তথ্য দেয়া উচিত, জানতে চাইলে ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘আমার মনে হয় চারটার কথা বলা ভালো হবে, কারণ আর যে দু-একটা হয়েছে, সেটার ক্লিয়ার রেকর্ড নেই। সেগুলো ম্যাগনিচিউডে ধরা যায় না। চারটার ক্লিয়ার পেয়েছি।’

বজলুর রশিদ বলেন, চারটার মধ্যে রিখটার স্কেলে সবচেয়ে বেশি মাত্রা ধরা পড়ে ৪.১। এ ছাড়া ৪, ৩ ও ২.৮ মাত্রার আরও তিনটি কম্পন ধরা পড়ে। সর্বশেষ ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার কম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের আশপাশেই জানিয়ে তিনি বলেন, ‘আসলে দেশের সিলেট ও ময়মনসিংহ বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। ঢাকাকে মাঝারি বলা হয়। সবচেয়ে কম হচ্ছে খুলনা। সিলেট সব সময় হাইরিস্ক জোন হিসেবে পরিচিত।’

একই দিনে বারবার এমন ভূমিকম্পের কোনো নির্দিষ্ট কারণ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে তেমন কোনো কারণ তো বলা যায় না। পৃথিবীতে সব সময়ই কোনো না কোনো অঞ্চলে ভূমিকম্প হচ্ছে।

‘সাধারণত বড় ভূমিকম্পের আগে এমন ছোট ভূমিকম্প হয়ে থাকে। তবে এটা বলা যাবে না যে, এর কারণেই বড় কিছু হতে পারে। এটা খুব জটিল মেকানিজম।’

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প পরিমাপ ওয়েবসাইট ইউএসজিএস (ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে) রিখটার স্কেলে ২.৫ মাত্রার ওপরে উঠলেই সেটি ভূমিকম্প হিসেবে উল্লেখ করে। তবে সেখানে বাংলাদেশের শনিবারের ভূমিকম্পের কোনো তথ্যই পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর