বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যাগনেটিক চিপ নেই করোনা টিকায়

  •    
  • ১৫ মে, ২০২১ ১১:৪৫

রোগ বিশেষজ্ঞ ড. স্টিফেন স্ক্রানটজ বলেন, ‘টিকা নিলে আপনার হাত চুম্বকায়িত হওয়ার কোনো আশঙ্কা নেই। খুব সহজ করে বললে এটি ভুয়া তথ্য।’

যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নেয়ার পরই সেটিতে ম্যাগনেটিক চিপ রয়েছে দাবি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন এক নারী। টিকা নেয়ার পর তার মতো একই দাবিতে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ধরনের পোস্ট করতে থাকেন।ইনস্টাগ্রামের পোস্টে ওই নারী দাবি করেন, টিকা নেয়ার পর ভেতরে ধাতব চিপ থাকায় তার শরীরে চুম্বক আটকে যাচ্ছে। এর সপক্ষে তিনি একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওর শেষের দিকে ওই নারী সবাইকে সতর্ক করে বলেন, ‘সাবধান। আমাদের শরীরে চিপ ঢুকিয়ে দেয়া হচ্ছে।’

বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছে এএফপি ফ্যাক্টচেক বিভাগ।

চিকিৎসকরা বলছেন, এমন ভিডিও ষড়যন্ত্র তত্ত্ব ছাড়া আর কিছুই নয়।ইউনিভার্সিটি অব শিকাগো মেডিসিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টিফেন স্ক্রানটজ বলেন, ‘টিকা নিলে আপনার হাত চুম্বকায়িত হওয়ার কোনো আশঙ্কা নেই। খুব সহজ করে বললে এটি ভুয়া তথ্য।’

তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম ও ইউটিউবে পোস্ট করা ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে, সেটি কোনোভাবেই সম্ভব নয়। এর সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো, হাতের দুই পাশে কোনো ধাতব আবরণ ব্যবহার করায় সেখানে চুম্বক আটকে গেছে।’নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেইনবার্গ স্কুল অব মেডিসিনের টিকা গবেষক ড. থমাস হোপ বলেন, ‘এটি অসম্ভব। টিকায় এমন কিছু নেই, যা কোনো চুম্বককে আকৃষ্ট করতে পারে। টিকা তৈরি করা হয় প্রোটিন, লিপিড, লবণ ও বিভিন্ন রাসায়নিক দিয়ে। এখানে চুম্বক আকৃষ্ট করার মতো কিছু নেই।’যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্যাক্ট শিট অনুযায়ী, প্রচলিত করোনা টিকাগুলোর কোনোটিতেই (ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন অথবা অ্যাস্ট্রেজেনেকা) ধাতব উপাদান নেই।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, টিকার ভেতরে নজরদারি করার মতো যন্ত্র নেই।এএফপির ফ্যাক্টচেক অনুসারে, টিকায় যদি কোনো ধাতব উপাদান থাকেও তাহলে চুম্বকে আটকানোর জন্য সেটি যথেষ্ট নয়।

ড. থমাস হোপ বলেন, ‘চুম্বক টানার মতো যথেষ্ট ধাতব উপাদান বা লোহা ইনজেকশনের ভেতর দিয়ে দেয়া সম্ভব নয়।’

এ বিভাগের আরো খবর