ভারত করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ অতিক্রম করছে। যখন দেশটি প্রতিদিন সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত দেখছে, তখন সে দেশে ভাইরাল হয়েছে অসংখ্য ভিডিও। বেশির ভাগ ভিডিওতে দেয়া হচ্ছে করোনাভাইরাস মারার টোটকা।
যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার বেশির ভাগই ভুল তথ্যে ভরা।
এমনই এক ভিডিওতে দাবি করা হচ্ছে, নাকে দুই ফোঁটা লেবুর রস দিলে করোনাভাইরাস ‘সম্পূর্ণরূপে মারা’ যায়।
এনডিটিভির খবরে বলা হয়, এরপরই ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) ভাইরাল ভিডিও সম্পর্কে একটি পোস্ট করেছে। সেই পোস্টে সংস্থাটি দাবি করেছে, এই প্রক্রিয়ায় ভাইরাস মরে যায় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
এ ছাড়াও টুইটারসহ অন্য মাধ্যমে শেয়ার হওয়া করোনাভাইরাস নিয়ে অসংখ্য মিথ সম্পর্কে আরও কয়েকটি পোস্ট করে।
কিছু নিউজ রিপোর্টে বলা হয়েছে, কোভিড আক্রান্ত রোগীরা রক সল্ট ও কাঁচা পেঁয়াজ খেয়েও সুস্থ হচ্ছেন।
এ সম্পর্কেও একটি তথ্য দিয়ে পিআইবি দাবি করেছে, এমন দাবি মিথ্যা। এর পিছনেও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে পিআইবি জানায়।
একইভাবে ইসরায়েলে করোনাভাইরাস থেকে অনেকেই একটি টোটকায় সেরে উঠেছেন জানিয়ে আরেকটি ভিডিও শেয়ার হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, গরম পানি, চিকন করে কাটা লেবু ও সোডা বায়োকারবোনেট একসঙ্গে মিশিয়ে গরম চা করতে হবে এবং সেটি প্রতিদিন বিকেলে পান করতে হবে।
সেই ভিডিওতে বলা হয়েছে, এই পানীয় পান করার অল্প সময়ের মধ্যেই করোনাভাইরাস শরীর থেকে মারা যায়।
পিআইবি এই তথ্যের ফ্যাক্ট চেক করে জানিয়েছে, করোনাভাইরাস মারার এই দাবিও মিথ্যা।
এ ছাড়া একটি ভিডিওতে বলা হয়, গরম পানির ভাপ নিলে করোনাভাইরাস মারা যায়। একইভাবে সেখানে দাবি করা হয়েছে, ধূমপান করলে ও নিরামিষভোজী হলে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।
পিআইবি এ সম্পর্কেও ব্যাখ্যা দিয়ে বলেছে, এমন মিথ সম্পর্কেও কোনো যথার্থ বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ নেই।