ভারতে করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি। এরই মধ্যে একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবির একপাশে জুড়ে দেয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।
সম্প্রতি বার্তাসংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে উঠে এসেছে, লাশ পোড়ানোর ছবিটি প্রথবারের মতো একটি ব্লগে প্রকাশিত হয়েছিল ২০১২ সালে। এর সঙ্গে করোনা মহামারির কোনো সম্পর্ক নেই।
২০২১ সালে আবারও ছড়িয়ে পড়া ছবিটিতে একে করোনায় মারা যাওয়াদের লাশ পোড়ানোর ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৯ এপ্রিল শেয়ার করা এক পোস্টে মোদির ছবি পাশে জুড়ে দেয়া ছবিটির বিবরণে হিন্দিতে লেখা হয়েছে, ‘মানুষ মরছে। লাশের সৎকার হচ্ছে সব জায়গায়। অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচনে লড়া নিয়ে ব্যস্ত। তারা বাংলার করোনা পরিস্থিতি আড়াল করছে। কিন্তু আর কতদিন? নির্বাচনের পরেই এটি জনতার কাছে পরিষ্কার হয়ে যাবে, যে সরকার কীভাবে করোনার ঝুঁকি তৈরি করেছিল। মানুষ মরছে কিন্তু সরকার চুপ।’
ছবিটি ফেসবুক ছাড়াও আরও কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এএফপির ফ্যাক্টচেক প্রতিবেদন জানিয়েছে, ২০১২ সালে ব্লগে প্রকাশিত ছবির বিবরণে লেখা হয়েছিল, ‘বারাণসী পৃথিবীর সবচেয়ে পুরনো শহর। এটি এখনও জাগ্রত।‘
ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদন অনুযায়ী, হিন্দু ধর্মের তীর্থস্থান হওয়ায় বারাণসীতে প্রায় সারাদিন লাশের সৎকার করা হয়।
ছবিটির ফোটোগ্রাফার দাবি করা কৃষ্ণ শর্মা এএফপিকে বলেন, ‘লোকজন এটি বিকৃতভাবে ব্যবহার করছে। এর জন্য আমার খারাপ লাগছে।‘
একই ছবি ২০১৮ সালে গুজরাটের এক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার কথাও জানিয়েছে এএফপি।