বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ-মনীষা বিতণ্ডা: ভাইরাল দুটি ভিডিওর একটি পুরোনো

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ২০:৩০

বাসদ নেতা মনীষা চক্রবর্তীর দুটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। একটিতে রিকশা চালকদের পক্ষে মনীষাকে কথা বলতে দেখা যায়। অন্যটিতে দেখা যায়, পুলিশ লাঠিপেটা করছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রথম ভিডিওটি সাম্প্রতিক, মারধরেরটি প্রায় তিন বছরের পুরোনো।  

বরিশালের রাস্তায় রিকশা চালকদের পুলিশের বাধা এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা ডা. মনীষা চক্রবর্তীর প্রতিবাদের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এছাড়া, আরেকটি ভিডিওতে মনিষাসহ অন্যদেরও পুলিশের পিটুনির মুখে পড়তে দেখা গেছে। নিউজবাংলা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে, এর মধ্যে প্রথম ভিডিওটি সাম্প্রতিক, তবে মারধরের ভিডিওটি প্রায় তিন বছরের পুরোনো।

লকডাউনের মধ্যে রাস্তায় নামায় মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর কাকলীর মোড় এলাকায় ২৫টির মতো রিকশা আটক করে পুলিশ।

খবর পেয়ে সেখানে যান বাসদের জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। তিনি রিকশা আটকের প্রতিবাদ করেন। এ সময় তার সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়।

তবে একপর্যায়ে আটক করা রিকশাগুলো ছেড়ে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে মনীষার কথা বলার ভিডিওটি ভাইরাল হয় ফেসবুকে।

পাশাপাশি মনীষাকে পুলিশের লাঠিপেটার আরেকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় পুলিশ রিকশাশ্রমিকদের লাঠিপেটা করছে। এ সময়ে মনীষা চক্রবর্তী বাধা দিতে গেলে তাকেও পুলিশ লাঠিপেটা করে।

এই দুটি ভিডিওর পরিপ্রেক্ষিতে বরিশাল নগরীতে গুজব ছড়ায় মনীষাকে আটক করা হয়েছে।

তবে মনীষাকে টেলিফোনে নিউজবাংলাকে বুধবার বলেন, ‘কোনো একটি মহল গুজব ছড়াচ্ছে। আটকের ঘটনা সত্যি নয়।’

তিনি বলেন, ‘সরকার লকডাউন দিয়েছে, কিন্তু খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেনি। পেটে খাবার না থাকলে মানুষ কী করবে? সরকার ত্রাণের ব্যবস্থা না করেই সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এটা মেনে নেয়া খেটে খাওয়া মানুষের পক্ষে সম্ভব না। পেটের তাগিদে রিকশা নিয়ে নগরীতে বের হয় চালকরা।

‘কাকলির মোড়ে রিকশা আটক করার খবর শুনে মঙ্গলবার সেখানে গেলে পুলিশের সঙ্গে সামান্য বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ রিকশাগুলো ছেড়ে দেয়। শুধু সেখানেই নয়, নগরীর ১০টি পয়েন্টে এই রিকশা আটক করা হয়। আমরা গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। তেমন কিছু হয়নি। আমরা জানিয়েছি ত্রাণের ব্যবস্থা করে লকডাউন দেয়া হলে সবাই মানবে। পুলিশ জানিয়েছে যে, তারা আর এই রিকশা আটক করবে না।’

ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে মনীষা বলেন বলেন, ‘মূলত দুটি ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে একটা ভিডিও মঙ্গলবারের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। এরপরেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত লিখে ছড়ানো হয়েছে। সেই ভিডিওতে যে মারধরের ঘটনা রয়েছে সেটা ২০১৮ সালের। মঙ্গলবার শুধু সামান্য বাগবিতণ্ডা ছাড়া আর কিছুই হয়নি।’

বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার জাকির আলম মজুমদার নিউজবাংলাকে বলেন, ‘আমি গুজব ছড়ানো ভিডিওটি দেখেছি। পর্যালোচনা করে দেখেছি, সেটি ২০১৮ সালের। একটি মহল জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য এই ভিডিও ছেড়েছে।’

তিনি বলেন, ‘মঙ্গলবার লকডাউন ডিউটির কারণে পুলিশ কিছু রিকশা আটক করেছিল। তবে মুচলেকা রেখে আবার ছেড়েও দেয়া হয়েছে। আমরাও মানবিক দিক বিবেচনা করেই রিকশাগুলোকে ছেড়েছি। এই বিষয়টাকেই একটি মহল নেগেটিভলি প্রচার করছে। তা ছাড়া ডা. মনীষার সাথে আমি কথা বলেছি, তিনিও বিষয়টি জানেন।’

এ বিভাগের আরো খবর