বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আওরঙ্গজেবের কবরে মূত্রত্যাগ অপরাধ নয় বলেনি আদালত

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ১৫:০৯

ভাইরাল স্ক্রিনশটটি বিশ্লেষণ করে দেখা যায়, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সংবাদ উপস্থাপনের যে ধরন, স্ক্রিনশটের প্রতিবেদনটির সঙ্গে তার পার্থক্য স্পষ্ট। এ ছাড়া গ্রহণযোগ্য যেকোনো সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে অবশ্যই প্রকাশের তারিখ, সময় ইত্যাদি উল্লেখ থাকবে, যা স্ক্রিনশটটিতে ছিল না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের কথিত এক প্রতিবেদনের ছবি বেশ ভাইরাল হয়েছে।

স্ক্রিনশটে যে প্রতিবেদনটি দেখা যাচ্ছে, তার শিরোনাম থেকে জানা যায়, মোগল সম্রাট আওরঙ্গজেবের কবরে মূত্র ত্যাগ করার সময় এক ব্যক্তি আটক হয়েছেন। কিন্তু এটি অপরাধ নয় বলে রায় দিয়েছে মহারাষ্ট্রের আওরঙ্গবাদের এক আদালত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের নামে প্রচার হওয়া সংবাদটির সত্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছিল ভারতের আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। পত্রিকাটির ভুয়া সংবাদবিরোধী বিভাগ এএফডব্লিউএ জানতে পেরেছে, ভাইরাল স্ক্রিনশটটি জাল। একই সঙ্গে আওরঙ্গবাদের আদালতও এমন কোনো রায় দেয়নি।

এএফডব্লিউএর অনুসন্ধানে বেরিয়ে আসে, কোনো আদালত যদি সত্যিই আওরঙ্গজেবের কবরে মূত্রত্যাগ অপরাধ নয় বলে রায় দিত, তাহলে অবশ্যই সেটি বিভিন্ন গণমাধ্যমে প্রধান শিরোনাম হতো। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস বা ভারতের অন্য কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবরই প্রকাশ হয়নি।

ইন্ডিয়া টুডের আওরঙ্গাবাদ ব্যুরো নিশ্চিত করেছে যে, মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর যে এলাকায় অবস্থিত, সেখানেও সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেনি।

ভাইরাল স্ক্রিনশটটি বিশ্লেষণ করে দেখা যায়, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সংবাদ উপস্থাপনের যে ধরন, স্ক্রিনশটের প্রতিবেদনটির সঙ্গে তার পার্থক্য স্পষ্ট। এ ছাড়া গ্রহণযোগ্য যেকোনো সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে অবশ্যই প্রকাশের তারিখ, সময় ইত্যাদি উল্লেখ থাকবে, যা স্ক্রিনশটটিতে ছিল না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদক নন্দগোপাল রাজনও নিশ্চিত করেছেন স্ক্রিনশটটি ভুয়া; তাদের পত্রিকার কোনো সংস্করণেই এ ধরনের কোনো সংবাদ প্রকাশ হয়নি।

তিনি বলেন, ‘স্ক্রিনশটটি পুরোপুরি ফটোশপের কাজ। আর এই ফটোশপের মান এত নিম্ন যে এ খবর মিথ্যা হওয়ার বিষয়টি নিয়ে কেউই সন্দেহ করবে না।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের আরেক সাংবাদিক জানান, পত্রিকাটিতে কোনো সংবাদ প্রকাশের তারিখ ও সময় যেভাবে উপস্থাপন করা হয়, ভাইরাল স্ক্রিনশটে সেটি অনুসরণ করা হয়নি।

আর এ ধরনের কোনো সংবাদ যদি প্রকাশ করা হতো, সেটি নিশ্চিতভাবেই নির্বাচন ক্যাটাগরিতে দেয়া হতো না। অথচ ভাইরাল স্ক্রিনশটে খবরটি দেখা যাচ্ছে নির্বাচন ক্যাটাগরিতেই।

এ ছাড়া আওরঙ্গজেবের কবরের ছবিটি খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, এটি আগেও অনেকগুলো ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে। কাজেই স্ক্রিনশটটি সত্য নয়। পুরো ঘটনাটিই বানোয়াট।

এ বিভাগের আরো খবর