বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্য টাইমসে করোনার টিকাবিরোধী শিরোনাম?

  •    
  • ১৫ মার্চ, ২০২১ ১৩:১৭

টাইমসের ভাইরাল হওয়া প্রথম পাতায় দেখা যাচ্ছে ‘পরীক্ষামূলক টিকা না নিতে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ’ শীর্ষক খবর। পত্রিকাটি বের হওয়ার তারিখ লেখা ছিল চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি।

করোনাভাইরাস মহামারির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পত্রিকার প্রথম পাতার ছবি ভাইরাল হয়। ব্রিটেনের দৈনিক ‘দ্য টাইমস’ এর প্রথম পাতার ছবিটির শিরোনামে দেখা যায় করোনার টিকাবিরোধী এক খবর।কী আছে ভাইরাল পাতায়টাইমসের ভাইরাল হওয়া প্রথম পাতায় দেখা যাচ্ছে ‘পরীক্ষামূলক টিকা না নিতে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ’ শীর্ষক খবর। পত্রিকাটি বের হওয়ার তারিখ লেখা ছিল চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি।ওই শিরোনামের খবর ছাড়াও সেকেন্ড লিডে দেখা যায় ‘মুখ খুললেন ওয়ার্ল্ড ডক্টরস অ্যালায়েন্সের অ্যান্ড্রু কফম্যান’ ও ‘কোভিড টিকা নিয়ে এমডির খোলা চিঠি’।অ্যান্ড্রু কফম্যান একজন আমেরিকান মনোবিদ ও জনপ্রিয় ষড়যন্ত্রতত্ত্বী যিনি করোনা মহামারির অস্তিত্ব স্বীকার করেন না। আর ওয়ার্ল্ড ডক্টরস অ্যালায়েন্সের (ডাব্লিউডিএ) ওয়েবসাইট অনুযায়ী, সংস্থাটি লকডাউন ও এ সংক্রান্ত সব ক্ষতিকর পদক্ষেপ বন্ধ করার লক্ষ্যে কাজ করছে।

এর আগে সংস্থাটি টিকা ও করোনা সংক্রান্ত অনেকগুলো ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করে, যার অন্যতম ছিল ‘কোভিড অন্যান্য ফ্লু ভাইরাসের মতোই সাধারণ’। ফ্যাক্ট চেকএএফপির অনুসন্ধানে বেরিয়ে এসেছে দ্য টাইমসের ভাইরাল হওয়া ছবিটি আসলে ভুয়া। পাতাটির ছবি ও শিরোনাম সম্পূর্ণভাবে এডিট করা।দ্য টাইমসের অনলাইন আর্কাইভ ঘেঁটে দেখা যায়, ওই দিন সম্পূর্ণ অন্য শিরোনাম ও খবর নিয়ে পত্রিকা ছাপানো হয়।মজার ব্যাপার হচ্ছে, দ্য টাইমসের ১৬ ফেব্রুয়ারির শিরোনাম ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী; ‘টিকার কারণে কমছে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা’।কফম্যান ও ডব্লিউডিএ নিয়ে কোনো সংবাদই আসেনি সেদিনের ইস্যুতে। ওই দিন প্রথম পাতায় তারা অপরাহ উইনফ্রেকে দেয়া প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সাক্ষাৎকারের আগাম একটি খবর ছাপায়।দ্য টাইমসের পক্ষ থেকেও এই ভাইরাল ছবিটি নিয়ে ‘টুইটারে টিকাবিরোধী খবর নিয়ে টাইমসের প্রথম পাতা’ শীর্ষক এক প্রতিবেদন ছাপানো হয়।ব্রিটিশ দৈনিকটি জানায়, তারা টুইটারকে ছবিটি সরিয়ে নেয়ার অনুরোধ করলেও সেটি এখনও সেখানে আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতো সংস্থাগুলো জনসাধারণের উদ্দেশে বারবার বলে আসছে করোনার টিকা নেয়া নিরাপদ।সিডিসি তাদের ওয়েবসাইটে বলে, ‘টিকাগুলো জরুরি ব্যবহারে অনুমোদন পাওয়ার আগে সুরক্ষা, কার্যকারিতা ও উত্পাদন মানের জন্য এফডিএর কঠিন বৈজ্ঞানিক শর্ত পূরণ করতে হয়েছে।’

এ বিভাগের আরো খবর