বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার টিকা নিলে কি বন্ধ্যত্ব হয়

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৩৯

গত বছরের ডিসেম্বরে আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিনের পক্ষ থেকে বলা হয়, করোনার টিকা জীবন্ত কোনো ভাইরাস নয়। তাই টিকা নেয়ার জন্য গর্ভধারণের চেষ্টা পিছিয়ে দেয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার আগ পর্যন্ত চিকিৎসা স্থগিত রাখারও দরকার নেই।

করোনাভাইরাসের অনুমোদিত টিকা নিলে বন্ধ্যত্ব হয় বলে একটি গুজব রটেছিল। তবে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া কারও মধ্যে এমনটি হয়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেক ডটঅর্গ নামের একটি গণমাধ্যম।

তাদের প্রতিবেদনে বলা হয়, টিকার ট্রায়ালে অংশ নেয়া হাজার হাজার মানুষের কারও প্রজননক্ষমতা নষ্ট হয়েছে বলে খবর পাওয়া যায়নি। এ ছাড়া লাখ লাখ মানুষ করোনার টিকা নিচ্ছে। তাদের কারও বন্ধ্যত্ব হয়েছে, এমন তথ্যও পাওয়া যায়নি।

প্রতিবেদনে একটি প্রশ্ন যুক্ত করে তার উত্তর দেয়া হয়। সে প্রশ্নটি ছিল, ‘২০ বছর বয়সী নার্স ও শিক্ষিকারা করোনার টিকা নিচ্ছেন না। তাদের বক্তব্য, করোনার টিকা নিলে বন্ধ্যত্ব হয়। এটা কি সত্য?’

উত্তরে বলা হয়, ৫ ফেব্রুয়ারি আমেরিকান কলেজ অব অবসটেট্রিশানস অ্যান্ড গাইনোকলোজিস্টস, আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিন এবং সোসাইটি ফর ম্যাটারনাল-ফেটাল মেডিসিন যৌথ বিবৃতি দেয়। এতে বলা হয়, অনুমোদিত করোনার টিকায় গর্ভধারণের ক্ষমতা নষ্ট হয়, তার কোনো প্রমাণ মেলেনি।

বিবৃতিতে বলা হয়, ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন গর্ভধারণ করেছেন। প্রাণীদের ওপর মডার্নার টিকা প্রয়োগ করার পর প্রাথমিক গবেষণায় দেখা যায়, ওই টিকা নেয়ার পর প্রজনন বা ভ্রূণের বিকাশে নেতিবাচক প্রভাব পড়ে না।

করোনার টিকা প্রজননক্ষমতায় প্রভাব ফেলে কি না, তা জানতে বেশ কিছু সময় লাগে। তবে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, লাখ লাখ টিকাগ্রহীতার মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে প্রজননক্ষমতা নষ্ট হওয়ার ঘটনা ঘটেনি।

বিবৃতিতে প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষ্য, ‘প্রজননক্ষমতা হারানো বৈজ্ঞানিকভাবে অসম্ভব।’

করোনার টিকা নিলে বন্ধ্যত্ব এমনকি নারীদের মধ্যে নির্বীজনও হতে পারে বলে ভিত্তিহীন দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে জনগণের উদ্বেগ বিবেচনায় যুক্তরাষ্ট্রের ওই তিন সংস্থা বিবৃতিটি দিয়েছিল।

গত বছরের ডিসেম্বরে আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিনের পক্ষ থেকে বলা হয়, করোনার টিকা জীবন্ত কোনো ভাইরাস নয়। তাই টিকা নেয়ার জন্য গর্ভধারণের চেষ্টা পিছিয়ে দেয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার আগ পর্যন্ত চিকিৎসা স্থগিত রাখারও দরকার নেই।

এ বিভাগের আরো খবর