বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন এমন একটি ছবি বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে। মাস্কে মুখ ঢাকা এক নারীর ওই ছবি রুমিন ফারহানার বলে দাবি করে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।
তবে এই ছবিটি মোটেই বিএনপি নেতা রুমিন ফারহানার নয়। টিকা গ্রহণকারী ওই নারীর নাম শামীমা আক্তার, তিনি ঢাকা মেডিক্যাল কলেজের একজন চিকিৎসক। ডা. শামীমা বৃহস্পতিবার নিজ কর্মস্থল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই করোনার টিকা নেন।
ডা. শামীমা আক্তার নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ভিজ্যুয়াল বিভাগের কর্মী আলভি নাভিদ অর্ণবের সহধর্মিণী।
নিজের ছবি এভাবে ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিব্রত ডা. শামীমা। তিনি নিউজবাংলাকে বলেন, ‘রুমিন ফারহানা দাবি করে অনেক মানুষ আমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। আজ বিকেল ৫টার দিকে বিষয়টি আমার নজরে আসে।
‘আমি আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যালে করোনা ভ্যাকসিন নিয়েছি। এরপর থেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ বিকেলের দিকে দেখি আমার ছবি রুমিন ফারহানার হিসেবে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। আমি অবাক হয়ে গেছি দেখে।’
ঢাকা মেডিক্যালে টিকা নেয়ার পর ডা. শামীমা আক্তার
বিষয়টি নিয়ে রুমিন ফারহানার সঙ্গে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে নিউজবাংলা। তবে তিনি ফোন ধরেননি। জানা গেছে, সকালে ঢাকা মেডিক্যালে যখন টিকাদান চলছিল, তখন সংসদ অধিবেশনে ছিলেন বিএনপির এই এমপি।
রুমিন ফারহানা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘একজন নারীর টিকা নেবার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে তার জবাবে বলছি… আমি করোনার টিকা নেইনি।’
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নিউজবাংলাকে বলেন, ‘আমাকে আরও অনেক সাংবাদিক কৌতূহলবশত নক করেছেন, জানতে চেয়েছেন। আমি নিজে কনফার্ম ছিলাম যে তিনি টিকা নেননি। তারপরেও উনার সাথে যোগাযোগ করেছি সাংবাদিকদের কথায়।
‘‘তাকে (রুমিন ফারহানা) জিজ্ঞেস করতেই সে হেসে বললেন, ‘নারে ভাই আমি টিকা নিইনি। টিকা নিলে অবশ্যই দেশবাসী জানবেন, সাংবাদিকরা জানবেন।’’