যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের চূড়ান্ত স্বীকৃতি দিতে ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনের মধ্যে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের পর বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়।
দেশটির গণতন্ত্রের প্রতীক খ্যাত ভবনটিতে হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের নামে ছড়ানো ব্যতিক্রমী একটি টুইট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাড়া ফেলেছে।
ক্যাপিটল হিলে হামলার কয়েক ঘণ্টা পর পোস্ট করা টুইটটিতে বলা হয়, ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি, আমার অফিসত্যাগ (ক্ষমতা ছাড়া) খুবই বিরক্তিকর হবে।’
এরপরই টুইটার ও ফেসবুকে টুইটটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
ভারতের ইন্ডিয়া টুডে জানিয়েছে, টুইটটি করা হয়েছে মেরকেলের নামে একটি ব্যঙ্গাত্মক অ্যাকাউন্ট থেকে। আসলে মেরকেলের কোনো অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নেই।
ফ্যাক্ট চেক
ফেসবুক ও টুইটারে ছড়ানো টুইটটি নিয়ে অনুসন্ধান করার সময় ইন্ডিয়া টুডে দেখতে পায়, মেরকেলের নিজস্ব কোনো অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নেই।
যেই অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয় তার নামের স্থানে মেরকেল দেখা গেলেও অ্যাকাউন্টটি খোলা হয়েছে ‘@Queen_Europe’ নামে। ৭ জানুয়ারি টুইটটি করার পর ৬৫ হাজারবার এটি রিটুইট করা হয়।
ওই টুইটার অ্যাকাউন্টের পরিচিতির লেখা অনুযায়ী, এটি ব্যঙ্গাত্মক অ্যাকাউন্ট। ২০১১ সালে খোলা অ্যাকাউন্টটির ফলোয়ার দুই লাখ ৩০ হাজার।
জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ওই অ্যাকাউন্টটি অজ্ঞাত কারণে বন্ধ করে দেয়া হয়েছিল। কিছু দিন পর এটি ‘@Angela_D_Merkel’ নামে চালু হয়। পুনরায় বন্ধ হবার পর এটি ‘@Queen_Europe’ নামে খোলা হয়।