বিশ্বের প্রযুক্তির বাজারে বড় দুই প্রতিষ্ঠান মাইক্রোসফট ও সনি। প্রতিযোগী প্রতিষ্ঠান দুটি নিয়ে প্রায়ই বিভিন্ন সংবাদ প্রকাশ হয়।
সম্প্রতি এমনই এক সংবাদে বলা হয়, জনপ্রিয় গেমিং কনসোল প্লে-স্টেশনসহ সনির সব বিভাগ কিনে নিয়েছে মাইক্রোসফট। এর পরই সংবাদটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সংবাদটি নিয়ে অনুসন্ধান করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য কুইন্ট। তারা জানিয়েছে, ‘হলি ইনোসেন্টস’ দিবস উপলক্ষে প্র্যাংক (বোকা বানানো) হিসেবে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
দাবি
‘প্লে-স্টেশনসহ সনির সব বিভাগ কিনে নিয়েছে মাইক্রোসফট’ শিরোনামে ইএন২৪ নিউজ নামের বিনোদন ও ফ্যাশন ওয়েবসাইট প্রথম প্রতিবেদনটি প্রকাশ করে। ওই প্রতিবেদনে ‘মাইক্রোসফটারস’ নামের একটি ওয়েবসাইটের নিবন্ধকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সনিকে ১৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থে কিনেছে মাইক্রোসফট।
পোস্টটি টুইটারে অনেক মানুষ শেয়ার করেন। তাদের মধ্যে কেউ কেউ তথ্যটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন আবার অনেকে এটিকে সত্য বলে দাবি করেন।
ওই পোস্টটি ফেসবুকেও অনেকে শেয়ার করেছেন।
এমনকি ব্যবসা, বিজ্ঞাপন ও মিডিয়া বিষয়ের ওয়েবসাইট এক্সচেঞ্জফোরমিডিয়াও ভাইরাল পোস্টটি সত্য মনে করে একটি প্রতিবেদন প্রকাশ করে। নিজেদের সামাজিক যোগাযোগের মাধ্যমেও এটি প্রকাশ করে তারা।
ফ্যাক্ট চেক
কুইন্ট তাদের অনুসন্ধানে কোনো বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে এ ধরনের সংবাদ পায়নি।
ইএন২৪ নিউজের প্রতিবেদনের শেষে সূত্র হিসেবে ব্যবহার করা মাইক্রোসফটারস নামের ওয়েবসাইটে যায় তারা।
ওই ওয়েবসাইটটি স্প্যানিশ ভাষায় মাইক্রোসফট প্রযুক্তির রেফারেন্স সাইট হিসাবে দাবি করলেও টেক জায়ান্টটির ওয়েবসাইটের মূল নকশার সঙ্গে এটি মেলে না।
ওয়েবসাইটটিতে সনিকে কিনে নেয়ার বিষয়ে নিবন্ধের নিচে স্প্যানিশ ভাষায় যে বাক্যটি লেখা ছিল তার অনুবাদ করলে হয়, ‘বোকাদের জন্য শুভকামনা’।
ম্যাক্সকানেক্ট নামে একটি অনলাইন ম্যাগাজিনের মতে, মেক্সিকো, স্পেন ও লাতিন আমেরিকার দেশগুলো ২৮ ডিসেম্বরকে ‘দ্য ডে অফ ইনোসেন্টস’ হিসেবে পালন করে। এটি ‘এপ্রিল ফুলস ডে’র মতো।
দিনটিতে ওই সব দেশের মানুষ একে অপরকে বোকা বানানোর চেষ্টা করে। গণমাধ্যমগুলোও অনেক সময় তাদের সঙ্গে যুক্ত হয়।
মাইক্রোসফট, সনির ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি।