বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেজরিওয়াল কি নামাজ পড়ে বছর শুরু করেছেন

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ১১:৫২

কি-ওয়ার্ড অনুসন্ধানে কনটেন্ট সার্ভিস এইচটিডিএস ও গেটি ইমেজের ফটো গ্যালারিতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ভাইরাল ছবিটি পাওয়া গেছে। দুই ওয়েবসাইটই ছবিটি হিন্দুস্তান টাইমসের আলোকচিত্রী ভারত ভূষণ তুলেছেন বলে জানিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেখানকার জামে মসজিদে নামাজের মাধ্যমে নতুন বছর শুরু করেছেন বলে একটি পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কেজরিওয়ালের টুপি পরা ছবিটি ফেসবুকটুইটারে অনেকে শেয়ার করেছেন। এদের একজন ক্যাপশনে লেখেন, ‘গুরুত্বপূর্ণ খবর: নতুন বছরের প্রথম দিনেই দিল্লির সিএম (মুখ্যমন্ত্রী) অরবিন্দ কেজরিওয়াল জামে মসজিদে নামাজ পড়ে দিল্লি ও দেশের জন্য প্রার্থনা করেছেন।’

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনুসন্ধান অবশ্য বলছে অন্য কথা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দাবিটি সত্য নয়। কেজরিওয়ালের নামাজ পড়ার ছবিটি চার বছরের পুরোনো। ২০১৪ সালের ৪ জুলাই পাঞ্জাবের মালেরকোটলায় রমজান মাসে রোজা ভাঙার সময় ভক্তদের সঙ্গে দোয়া করার ওই ছবিটি তোলা হয়।

ফ্যাক্ট চেক

গুগলের রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০১৬ সালে হিন্দি সংবাদ ওয়েবসাইট জনসত্তা কেজরিওয়ালের ছবিটি প্রকাশ করে। ছবিতে কেজরিওয়ালের পাশেই বসে ছিলেন তার দল এএপির নেতা সঞ্জয় সিংহ।

একই বছর ভারতের সংবাদপত্র জাগরণও ছবিটি প্রকাশ করে।

এএপি পাঞ্জাবও ছবিটি টুইট করে। অ্যাডভান্স সার্চ ব্যবহার করে সেই টুইটটিও পাওয়া গেছে।

২০১৬ সালের ৭ জুলাই ওই টুইটে পাঞ্জাবি ভাষায় ঈদের শুভেচ্ছা জানিয়ে কেজরিওয়ালের নামাজ পড়ার ছবিটি পোস্ট করা হয়।

তবে গণমাধ্যম বা এএপির টুইট কোনোটাতেই স্থান বা কোন অনুষ্ঠান থেকে ছবিটি তোলা হয়েছে, তা জানানো হয়নি।

কি-ওয়ার্ড অনুসন্ধানে কনটেন্ট সার্ভিস এইচটিডিএসগেটি ইমেজের ফটো গ্যালারিতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ভাইরাল ছবিটি পাওয়া গেছে। দুই ওয়েবসাইটই ছবিটি হিন্দুস্তান টাইমসের আলোকচিত্রী ভারত ভূষণ তুলেছেন বলে জানিয়েছে।

গেটি ইমেজের ক্যাপশনে লেখা হয়, ‘টুপি পরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২০১৬ সালের ৪ জুলাই ভারতের পাতিয়ালার মালেরকোটলায় পবিত্র রমজান মাসের রোজা ভাঙা উপলক্ষে ভক্তদের সঙ্গে দোয়া করছেন।’

ভাইরাল পোস্টটি ‘লোবিপিনিউজ’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করেছে। টুইটার হ্যান্ডেলটি তাদের পরিচিতিমূলক ঘোষণায় লিখেছে, তাদের পোস্টগুলো সত্য থেকে অনেক দূরের।

এ বিভাগের আরো খবর