বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি ঠেকাতে সবাই যখন টিকার দিকে তাকিয়ে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে এ নিয়ে নানা গুজব ছড়াচ্ছে।
করোনার টিকা নেয়ার পর মানুষ অন্যদের খাওয়া শুরু করায় হাসপাতাল লকডাউন করা হয়েছে, এমন দাবি করা একটি পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওই পোস্টে হাসপাতালের লণ্ডভণ্ড একটি কক্ষের ছবি যুক্ত করা হয়েছে।
ফেসবুক, টুইটারে ছড়ানো টেলিভিশনের নিউজ বুলেটিনের ওই স্ক্রিনশটে দেখা যায়, হাসপাতালের ওই কক্ষের চারপাশে রক্ত ও ব্যান্ডেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের লোগো থাকা ওই স্ক্রিনশটের টিকারে লেখা রয়েছে, ‘ব্রেকিং নিউজ: কোভিডের টিকা দেয়া রোগী অন্য রোগীদের খাওয়া শুরু করার কারণে লকডাউন করা হাসপাতাল।’
স্ক্রিনশটের উপরের ডান দিকে ‘লস অ্যাঞ্জেলেস’ লেখা ছিল।
এক জন ফেসবুক ব্যবহারকারী স্ক্রিনশটটি শেয়ার করার সময় লেখেন, ‘হ্যাঁ... আপনি ঠিকই পড়ছেন। জম্বি অ্যাপোক্যালিপস (সর্বনাশা ঘটনা)।’
ফ্যাক্ট চেক
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে জানিয়েছে, ভাইরাল ছবিটি ফটোশপ করা। এটি পুরনো।
ছবিটি যুক্তরাষ্ট্রের উত্তর ফিলাডেলফিয়ায় বন্দুকধারীদের হামলায় আহতদের চিকিত্সা দেয়ার সময়ের।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তারা ছবিটি পেয়েছে। এর ক্যাপশনে লেখা ছিল, ‘জীবন বাঁচানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর টেম্পল ইউনিভার্সিটি হাসপাতালের জরুরি বিভাগের ভয়াবহ চিত্র।’
ছবিটির সূত্র হিসেবে এরিক কারান নামে মেডিক্যালের এক শিক্ষার্থীর নাম ব্যবহার করা হয়। ওই প্রতিবেদনে এরিক গুলিবিদ্ধ রোগীদের চিকিত্সা দেয়ার সময়ের হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।
করোনার টিকা নেয়ার পর মানুষ জম্বি হয়ে গেছে, সিএনএনের এমন প্রতিবেদনও পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে ইন্ডিয়া টুডে জানায়, ছবিটি একটি মিম পেজে পোস্ট করা হয়েছিল। মজা পাওয়ার পরিবর্তে অনেকে ছবিটি সত্য হিসেবে ভেবে শেয়ার করেন।