ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরে গাছ কেটে ফেলার একটি ছবি কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি দেখার পর থেকেই আলোচনা শুরু হয় যে টিএসসি ভাঙা হবে। সেই উদ্দেশ্যেই নাকি গাছ কাটা হচ্ছে।
ঘটনাটির সত্যতা জানতে গিয়ে দেখা যায় যে, সম্প্রতি কোনো গাছ টিএসসির আশেপাশে কাটা পড়েনি। তাহলে কোথা থেকে এলো এই ছবি?
টিএসসির পরিচালক আলী আকবর নিউজবাংলাকে বলেন, ‘এই ছবি পাঁচ বছর আগের। এখানে এক রাতে ঝড়ে একটি বড় গাছের উপরের অংশ ভেঙে পড়ে। ভাগ্য ভালো তখন সময়টা রাতের বেলা হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
টিএসসিতে গাছ কাটার ছবি ভাইরাল হলেও সেখানে কোনো গাছ কাটা হয়নি। অক্ষুণ্ন টিএসসির দেয়াল। ছবি: সংগৃহীত
‘ঘটনার পরের দিন সকালে রাস্তার পাশে নিয়ে বড় অংশগুলো কেটে ছোট টুকরা করা হচ্ছিল। তখন কেউ ছবি তুলেছিল। সেই ছবি কিছু দিন আগে আবার ফেসবুকে আসে। যেটা সবার মধ্যে বিভ্রান্তি তৈরি করে।’
ছবিটি ভালোভাবে লক্ষ করলে দেখা যায়, গাছের ভাঙা অংশ পড়ে টিএসসির বাইরের দিকের দেয়াল ভেঙে গেছে। কিন্তু সেখানে দেখা গেল, দেয়াল অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে।
টিএসসির উপদেষ্টা ড. সৌমিত্র শেখর নিউজবাংলাকে বলেন, ‘আমরা টিএসসিকে আরও পরিবেশবান্ধব করার চেষ্টা করে যাচ্ছি। আমরা মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহায়তায় সাভার থেকে মাটি এনে টিএসসির সামনের অংশে দুর্বাঘাস লাগিয়েছি। বাইরের দেয়াল ভঙ্গুর অবস্থায় ছিল। আমি দায়িত্ব নেয়ার পরে এসেই দেয়াল সংস্কার করি।
‘আমরা পরিবেশকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। সেইখানে গাছ কেটে ফেলার কোনো প্রশ্নই ওঠে না।’