জনগণের আস্থা আনতে সরকারি কর্মকর্তাদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ জ্যেষ্ঠ অনেকে ফাইজারের টিকা নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ও ডেমোক্র্যাটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি ১৮ নভেম্বর সংবাদকর্মীদের সামনে টিকা নেন। রাষ্ট্রীয় চিকিত্সক ব্রায়ান মনোহানের টিকা দেয়ার পুরো প্রক্রিয়াটিই বিভিন্ন ছবিতে ধারণ করা হয়।
পেলোসি নিজেও টুইটারে তার টিকা কার্ডের একটি ছবি পোস্ট করেন।
তবে সপ্তাহের শেষ দিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, পেলোসিকে যে সিরিঞ্জ দিয়ে টিকা দেয়া হচ্ছে, তার কমলা রঙের ক্যাপ খোলাই হয়নি।
পেলোসির টিকা নেয়ার ছবিটি পোস্ট করে একজন লেখেন, ‘ক্যাপসহ ডোজ নেয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার।’
আরেক জন লেখেন, ‘আমিও ন্যান্সি পেলোসির মতো ক্যাপসহ টিকা নিতে চাই।’
ফ্যাক্ট চেক
ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়া ছবি ও দাবিটি নিয়ে অনুসন্ধান করেছে সংবাদমাধ্যম ইউএসএ টুডে ও সংবাদ সংস্থা এপি।
অনুসন্ধানে সংবাদমাধ্যম দুটি বের করেছে, কমলা রঙের যে অংশটি সিরিঞ্জের ক্যাপ বলা হচ্ছে, তা মোটেও ক্যাপ নয়। এটি সিরিঞ্জের সঙ্গে সুচ ধরে রাখার অংশ।
এ ছাড়া ছবিটি পেলোসির হাতে সুচ ঢোকানোর পরের মুহূর্তের। এ কারণে সুচটি দেখা যাচ্ছে না।
পেলোসিও এক টুইটে টিকার প্রথম ডোজ নেয়ার তথ্য জানিয়ে বলেন, ‘আজ বিজ্ঞানের ওপর আস্থা রেখে এবং চিকিৎসকদের নির্দেশনায় আমি কোভিড-১৯ টিকা নিয়েছি।’