বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অযোধ্যায় কি হাজার বছরের মন্দির পাওয়া গেছে

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২০ ১৫:২৫

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে অনুসন্ধান করে জানায়, মন্দির খুঁজে পাওয়ার তথ্য সঠিক নয়। ওই ছবিটি উত্তর প্রদেশের বারানসিতে সম্প্রতি সংস্কার করা চন্দ্রগুপ্ত মহাদেব মন্দিরের।

ভারতের উত্তর প্রদেশে ‘রাম জন্মভূমি’ হিসেবে পরিচিত অযোধ্যায় পাঁচ হাজার বছরের পুরনো একটি মন্দির পাওয়া গেছে বলে তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

চারপাশে সংস্কার কাজ চলছে ও পুরনো ভবনের মাঝে একটি মন্দিরের ছবি ফেসবুক ‍ও টুইটারে অনেকে শেয়ার করেছেন।

ছবিটির বর্ণনায় বলা হয়, ‘অযোধ্যায় রাস্তা প্রশস্ত করার সময় পাঁচ হাজার বছরের পুরনো এই মন্দিরটি পাওয়া গেছে বলে জানা গেছে। স্থানীয়রা সুন্দর এই মন্দিরের ওপর ঘর তৈরি করায় এতদিন তা বোঝা যায়নি। সূত্র জানিয়েছে, সামনের দিনে আরও অনেক মন্দির উন্মোচিত হবে।’

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে অনুসন্ধান করে জানায়, মন্দির খুঁজে পাওয়ার তথ্য সঠিক নয়। ওই ছবিটি উত্তর প্রদেশের বারানসিতে সম্প্রতি সংস্কার করা চন্দ্রগুপ্ত মহাদেব মন্দিরের।

ফ্যাক্ট চেক

গুগলের রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ‘কাশী বিশ্বনাথ করিডর প্রজেক্ট’-এর আওতায় সংস্কার হওয়া মন্দিরটির ছবি পাওয়া গেছে।

ভারতের প্রধানমন্ত্রী গত বছরের ৮ মার্চ ওই প্রকল্পটি উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় প্রাচীন পবিত্র নগরী বারানসির সৌন্দর্যবর্ধন এবং সেখানে কাশী বিশ্বনাথ মন্দির এলাকায় থাকা বিভিন্ন স্থাপত্য সংস্কার করা হয়।

ভারতের ‘জি নিউজ’, ‘পত্রিকা’‘আমার উজালা’ প্রকাশিত প্রতিবেদনে মন্দিরের ছবিটি পাওয়া গেছে।

কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের প্রধান নির্বাহী সুনীল ভার্মার সঙ্গেও কথা বলেছে ইন্ডিয়া টুডে। সংবাদমাধ্যমটিকে তিনি নিশ্চিত করেন, ভাইরাল হওয়া ছবিটি চন্দ্রগুপ্ত মহাদেব মন্দিরের। এটি কাশী বিশ্বনাথ করিডর প্রজেক্টের আওতায় সংস্কার করা হয়েছে।তিনি বলেন, ‘ছবিটি অযোধ্যার নয়, বারানসির। এটি কাশী বিশ্বনাথ মন্দিরের অদূরে চন্দ্রগুপ্ত মহাদেব মন্দির। এটি ৩০০ বছরের বেশি আগের নয়।’

এ বিভাগের আরো খবর