বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হননি ওবামা

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২০ ১৭:০৪

২৮ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চীনা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ‘গোপনীয় তথ্য’ পাচারে একজন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন ওবামা।

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গত ২৮ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে কনজারভেটিভ বিভার নামের কানাডার একটি ওয়েবসাইট। কিন্তু সংবাদটি পুরোপুরি মিথ্যা এবং অন্য কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি।

২৮ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চীনা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ‘গোপনীয় তথ্য’ পাচারে একজন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন ওবামা।

‘সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গুপ্তচরবৃত্তির জন্য গ্রেফতার হয়েছেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি ছয় হাজারবার শেয়ার হয়েছে।

ওবামার গ্রেফতার হওয়ার মিথ্যা তথ্য ছড়াতে ফেসবুক, ইনস্টাগ্রামইউটিউবের বিভিন্ন ভিডিওতে ওই সংবাদটি সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

তবে ভারতের নিরপেক্ষ ডিজিটাল গণমাধ্যম বুম জানিয়েছে সংবাদটি পুরোপুরি মিথ্যা।

ফ্যাক্ট চেক

অনুসন্ধানের পর বুম জানায়, কনজারভেটিভ বিভারের প্রতিবেদনে ব্যবহার করা সব তথ্য যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে গ্রেফতার হওয়া সাবেক সিআইএ কর্মকর্তাকে নিয়ে প্রকাশ করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে হুবহু চুরি করা হয়েছে। ১৭ আগস্ট ওই সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

বেনামি প্রতিবেদক নিবন্ধটিতে শুধু অভিযুক্ত গুপ্তচর আলেকজান্ডার ইয়াক চিং মা'র নামের জায়গায় বারাক ওবামার নাম লিখেছেন। আর আলেকজান্ডারের সহযোগী ‘একজন আত্মীয়’-র পরিবর্তে ‘ব্যবসায়িক অংশীদার’ ব্যবহার করেছেন।

প্রতিবেদনটিতে প্রমাণ হিসেবে বেশ কিছু সাম্প্রতিক টুইট পরবর্তী সময়ে যোগ করা হয়েছে। তবে তাদের মধ্যে গার্ডিয়ানের সাংবাদিক নাতালিয়া আন্তনোভা এএফপিকে নিশ্চিত করেছেন, তিনি ঠাট্টা করার জন্য এটি প্রকাশ করেন।

৩০ নভেম্বর আরেক জন টুইট করেন, ওবামাকে গ্রেফতার করা হয়েছিল। তবে কনজারভেটিভ বিভার থেকেই তিনি যে তথ্যটি নিয়েছেন, তা অস্বীকার করেছেন।

ওবামার গ্রেফতারের বিষয়ে আর কোনো সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেনি।

কনজারভেটিভ বিভারের ডোমেনটি চলতি বছরের ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন করা হয়েছে। ওয়েবসাইটটির নিজস্ব পরিচিতি পাতায় ‘কানাডা জুড়ে স্বেচ্ছাসেবীদের একটি ছোট দল পরিচালিত’ বলে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর