বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুতিন কি ‘লাভ জিহাদ’ বন্ধ করেছেন?

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৫

এ ধরনের বিয়ে বন্ধে ২৪ নভেম্বর পাস হওয়া ওই আইনে দশ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। দেশটির মধ্যপ্রদেশ, অসম, হরিয়ানা ও কর্ণাটকেও ‘লাভ জিহাদ’ বিরোধী আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বী নারীকে বিয়ের মাধ্যমে ইসলাম ধর্মে দিক্ষিত করার প্রক্রিয়া বন্ধ করতে চলতি বছর একটি আইন পাস হয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে।

‘লাভ জিহাদ’ নামে পরিচিত ধরণের বিয়ে বন্ধে ২৪ নভেম্বর পাস হওয়া ওই আইনে দশ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। দেশটির মধ্যপ্রদেশ, অসম, হরিয়ানা ও কর্ণাটকেও ‘লাভ জিহাদ’ বিরোধী আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

আইনটি পাস হওয়ার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ওই আইনে ডিসেম্বরে উত্তরপ্রদেশে এক জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে বিবিসি। 

এর মধ্যেই ধর্মগুরুরা রাশিয়াতে ‘লাভ জিহাদ’ বন্ধ করতে বলেছেন এমন একটি সংবাদ ভারতের ওই রাজ্যগুলোর নাগরিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দেন।

জয়দ্বীপ মণ্ডল নামের ব্যাক্তি সংবাদটি শেয়ার করে তার ফেসবুকে লেখেন, ‘#বিশ্বজুড়ে লাভ জিহাদ বর্তমান। মুসলমান মেয়েরা অন্যধর্মের ছেলেদের বিয়ে করতে পারে না। অন্যদের ক্ষেত্রেও তাই হওয়া উচিত… শুধু শুধু ক্ষোভ কেন।’

আরেক জন ফেসবুকে লেখেন, ‘লর্ড পুতিন লাভ জিহাদ বন্ধ করে দিয়েছেন! কাজ শুরু হয়েছে।’

দাবি

মুসলিম পুরুষদের অন্য জন্য ধর্মের নারীদের বিয়ে করা নিষিদ্ধ করেছে রাশিয়া।

ফ্যাক্ট চেক

ভারতের সংবাদমাধ্যম দ্য লজিক্যাল ইন্ডিয়ান মূল সংবাদটি খুঁজে বের করেছে। নভেম্বরের ১২ তারিখ সংবাদটি প্রকাশ করে মস্কো টাইমস

ওই সংবাদে বলা হয়েছে, রাশিয়ায় মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান ‘ডাম’-এর উপদেষ্টা পরিষদ জানিয়েছে, মুসলিম পুরুষরা অন্য ধর্মের নারীদের সেই বিশেষ ক্ষেত্রে বিয়ে করতে পারবেন, যখন স্থানীয় মুফতিরা অনুমতি দেবেন।

ওই বিশেষজ্ঞরা মনে করেন, মুসলিম পুরুষদের সঙ্গে ভিন্ন ধর্মের নারীর বিয়ে মতাদর্শগত, সন্তান লালন-পালন, সিদ্ধান্ত গ্রহণসহ নানা বিষয়ে সংকট তৈরি করে।

তারা বলেন, অন্য ধর্মের নারীরা তখনই মুসলিম পুরুষদের বিয়ে করতে পারবেন, যখন তারা ‘ইসলামের নিয়মগুলো সম্মান করবেন এবং সন্তানকে ইসলামিক বিধান অনুযায়ী গড়ে তুলতে স্বামীকে বাধা দেবেন না।’

তবে রেডিও লিবার্টির এক প্রতিবেদনে ডামের ডেপুটি চেয়ারম্যান দেমির মুখেতদিনভ বলেন, ‘এই ফতোয়া সবার মতাদর্শকে তুলে ধরে না। রাশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ওই কাউন্সিলের এ ধরনের কোনো নিয়ম চালু করার ক্ষমতা নেই।’

রাশিয়া সরকারের অফিশিয়াল ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ থেকে বোঝা যায় মুসলিম পুরুষদের অন্য ধর্মের নারীদের বিয়ে নিয়ে যে তথ্য ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। রাশিয়ায় এ ধরনের কোনো আইন করা হয়নি।

এ বিভাগের আরো খবর