বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যারাডোনা, ম্যাডোনা গুলিয়ে ফেলেছেন ট্রাম্প?

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ১০:২২

‘ম্যারাডোনার মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগছে। একজন মহান মানুষ। তার সংগীত ছিল দুর্দান্ত। আমি ১৯৮০ দশকের শুরুর দিকে তার গান শুনতাম। শান্তিতে থাকুন!’

কোটি ভক্তকে কাঁদিয়ে ২৫ নভেম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সর্বকালের অন্যতম ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।

হার্ট অ্যাটাকে মৃত্যুর পর বিশ্বজুড়ে এখনও চলছে ফুটবল ঈশ্বরকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টুইটের নামে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

যাতে দেখা যায়, ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল তারকার সঙ্গে যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনাকে গুলিয়ে ফেলেছেন।

টুইটটিতে লেখা হয়, ‘ম্যারাডোনার মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগছে। একজন মহান মানুষ। তার সংগীত ছিল দুর্দান্ত। আমি ১৯৮০ দশকের শুরুর দিকে তার গান শুনতাম। শান্তিতে থাকুন!’

ফেসবুক ও টুইটারে স্ক্রিনশটটি শেয়ার করে অনেকে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তবে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের অনুসন্ধানের দেখা গেছে, ট্রাম্প এমন কোনো টুইট করেন নি। এটি কারসাজি করে বানানো হয়েছে।

ফ্যাক্ট চেক

ডনাল্ড ট্রাম্পের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে এমন কোনো টুইট পাওয়া যায়নি, যেখানে তিনি ম্যারাডোনার পরিবর্তে ম্যাডোনাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

ম্যারাডোনাকে নিয়ে আসলে কোনো টুইট করেন নি ট্রাম্প। ম্যারাডোনার মৃত্যুর তথ্য প্রকাশ পাবার পর ট্রাম্প যেসব টুইট করেছেন, তার সবগুলোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল সম্পর্কিত।

ট্রাম্পের টুইটগুলোর সঙ্গে ভাইরাল স্ক্রিনশটটির বেশ কয়েকটি তাত্পর্যপূর্ণ পার্থক্য রয়েছে।

ট্রাম্পের অন্য টুইটে @realDonaldTrump দেখা গেলেও ভাইরাল স্ক্রিনশটে তা ছিল না। টুইটটিতে কোনো তারিখ ও সময় নেই। ভাইরাল টুইটটির ফন্টও টুইটারের মূল ফন্ট থেকে আলাদা।

এ ছাড়া সব টুইটে ‘আইফোনের জন্য টুইটার/ অ্যান্ড্রয়েডের জন্য টুইটার/ উইন্ডোজের জন্য টুইটার’ লেবেল দেখা গেলেও ট্রাম্পের ওই টুইটটিতে ওই জায়গা খালি ছিল। রিটুইট, কমেন্ট ও লাইকের সংখ্যাও দেখা যায় নি।

এ বিভাগের আরো খবর