বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষক বিক্ষোভ: দুই বছর আগের ছবি টুইট যুব কংগ্রেসের

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ১২:৩৩

আইওয়াইসির ব্যবহার করা দুটি ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করছে। তৃতীয় ছবিতে পরিচয় ছাড়া একটি মৃতদেহ দেখানো হয়েছে। চতুর্থ ছবিটি ছিল রাস্তায় অনেক মানুষের জমায়েত। চারটি ছবির মধ্যে দুটি ছবি পুরনো।

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল ভারত। এ আন্দোলন নিয়ে ২৬ নভেম্বর নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে চারটি ছবি পোস্ট করে দেশটির বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যুব শাখা (আইওয়াইসি)।

আইওয়াইসির ব্যবহার করা দুটি ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করছে। তৃতীয় ছবিতে পরিচয় ছাড়া একটি মৃতদেহ দেখানো হয়েছে। চতুর্থ ছবিটি ছিল রাস্তায় অনেক মানুষের জমায়েত। চারটি ছবির মধ্যে দুটি ছবি পুরনো, যেগুলোকে এই ইস্যুতে আবারও ব্যবহার করেছে তারা।

ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বিশ্লেষণে দেখা গেছে, ছবি দুটি ২০১৮ সালের কৃষক আন্দোলনের। 

ফ্যাক্ট চেক

যুব কংগ্রেসের ছবিগুলো নিয়ে অনলাইন সার্চ ইঞ্জিনগুলোতে অনুসন্ধান চালায় টাইমস অফ ইন্ডিয়া।

সেখানে দেখা যায়, কৃষকদের আন্দোলন নিয়ে ২০১৮ সালের ২ অক্টোবর একটি প্রতিবেদনে প্রথম ছবিটি ব্যবহার করে দ্য হিন্দু। ওই প্রতিবেদনের শিরোনাম ছিল “সহিংসতায় রূপ নিয়েছে রাজধানীতে ‘কৃষকদের’ বিক্ষোভ”।

ছবিটির ক্যাপশন ছিল, ‘২০১৮ সালের ২ অক্টোবর, মঙ্গলবার দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে বিক্ষোভকারী কৃষকদের ওপর পুলিশের জলকামান ব্যবহার।’

দ্বিতীয় ছবিটি ২০১৮ সালের ৩ অক্টোবর দ্য কুইন্ট প্রকাশ করে।

ক্যাপশন ছিল, ‘বিক্ষোভকারী হাজার হাজার কৃষককে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে থামাতে ২ অক্টোবর পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। ছবিটির সূত্রে সংবাদ সংস্থা পিটিআইয়ের নাম উল্লেখ করা ছিল।

তৃতীয় ছবিটি চলতি বছরের ২৫ নভেম্বর পাঞ্জাব যুব কংগ্রেসের সেক্রেটারি জাসকারান কাহলন টুইট করেন। মরদেহটি গুরমিত লেহরা নামের এক ব্যক্তির বলে জানান জাসকারান।

এই ছবির উত্স যাচাই করা যায়নি।

চতুর্থ ছবিটি সংবাদ সংস্থা এএনআই চলতি বছরের ২৬ নভেম্বর টুইট করে।

ক্যাপশন ছিল, ‘হরিয়ানা: কৃষক আইন বাতিলের দাবিতে দিল্লির বিক্ষোভে অংশ নিতে যাওয়ার আগে কর্না হৃদ এলাকার হাজার হাজার কৃষকের জমায়েত।’

এ বিভাগের আরো খবর