করোনাভাইরাস সংকট নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র সরকারের ‘অপারেশন র্যাপ স্পিড’ এর কারণেই ফাইজার একটি কার্যকর টিকা বের করতে পেরেছে বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন। সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানভিত্তিক বায়ো-এনটেক গত সপ্তাহে জানায়, প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, তাদের উদ্ভাবিত টিকা করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে মানুষকে ৯০ শতাংশ নিরাপদ রাখতে পারে।
এমন ঘোষণা আসার পরই এই টিকা কার্যক্রমের সাফল্যে ভাগ বসানোর মতো মন্তব্য করেন ট্রাম্প।
করোনাভাইরাসকে ‘চায়না ভাইরাস’ উল্লেখ করে তিনি বলেন, ‘অপারেশন র্যাপ স্পিডের ফলেই চায়না ভাইরাসের ৯০ শতাংশের বেশি কার্যকর একটি টিকার ঘোষণা দিতে পেরেছে ফাইজার।’
জুলাইয়ে টিকা নিয়ে সরকারের অপারেশন র্যাপ স্পিডের সঙ্গে ফাইজারের চুক্তি হয় বলে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন ট্রাম্প।
‘জুলাইয়ে আমার প্রশাসন ফাইজারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায় যে, টিকার ব্যাপক উৎপাদন ও ১০ কোটি ডোজ টিকা বণ্টনে প্রতিষ্ঠানটিকে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে। সেই সঙ্গে অল্প সময়ের মধ্যে মোট ৬০ কোটি ডোজ টিকা কেনারও শর্ত রাখা হয় চুক্তিতে।’
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের এমন দাবি উড়িয়ে দিয়েছে ফাইজারের টিকা উৎপাদন প্রকল্পের প্রধান। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, তারা কখনই অপারেশন র্যাপ স্পিডের সঙ্গে কোনো চুক্তিতে যায়নি। যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে কোনো অর্থ নেয়নি।
ফাইজারের পক্ষ থেকে এমন মন্তব্যের পর টিকাটি উদ্ভাবনের কৃতিত্ব নেয়ার চেষ্টা থেকে সরে আসেন ট্রাম্পও। তিনি বলেন, ‘ফাইজার বলেছে, তারা র্যাপ স্পিডের অংশ ছিল না। এটি দুর্ভাগ্যজনক ভুল উপস্থাপনা হয়ে থাকতে পারে।’