করোনাভাইরাস মহামারি বিশ্বজুড়ে তৈরি করেছে এক নতুন বাস্তবতা। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তিন ফুট সামাজিক দূরত্বের কথা বলছে। এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, খোলা জায়গায় এই দূরত্ব হওয়া উচিত অন্তত ছয় ফুট। আর বদ্ধ জায়গায় আরও বেশি।
এখন প্রশ্ন দেখা দিয়েছে, ছয় ফুট দূরত্বে থাকলে মাস্ক পরা লাগবে, কি লাগবে না তা নিয়ে। আর ছয় ফুট দূরত্বেও যদি মাস্ক পরা লাগে, তবে এই দূরত্ব বেঁধে দেয়ার দরকারই বা কি?
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোন পরিস্থিতিতে ছয় ফুট দূরত্ব বজায় রাখলে সংক্রমণ ঝুঁকি থাকে না তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন।
যুক্তরাষ্ট্রের জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ সাস্কিয়া পোপেস্কু বলছেন, ছয় ফুট দূরত্বে সাধারণভাবে কোনো ইনভিজিবল ফোর্স ফিল্ড (যে বলয়ের ভেতরে স্পর্শ ছাড়াই কোনো কিছু দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে) নেই। তাই ছয় ফুটের বাইরে থাকলে সংক্রমণ ঝুঁকি কম।
যুক্তরাষ্ট্রের সিডিসির কথাও কাছাকাছি। তারা বলছে, খোলা জায়গায় ছয় ফুটের বাইরে ভাইরাস ছড়িয়ে পড়া অস্বাভাবিক। তবে কম বায়ু চলাচলের জায়গায় ছয় ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে ভাইরাসটি।
কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ সিডিসির সঙ্গে একমত নন। তারা বলছেন, ভাইরাসটি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে। খোলা জায়গায়ও ছয় ফুটের বেশি দূরত্বে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে সহজেই। এ কারণে ছয় ফুট দূরে থাকলেও তারা মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।
এ প্রসঙ্গে তারা উদাহরণ দিয়ে বলেছেন, যখন মানুষ জোরে কথা বলে, গান গায় বা অনুশীলন করে তখন তার লালা বা থুতুর কণা বাতাসের মাধ্যমে অনেক দূর যেতে পারে। তাই ভাইরাসের সংস্পর্শে আসার সম্ভাব্য পরিস্থিতি যত বেশি থাকবে সংক্রমণের ঝুঁকিও তত বেশি হবে।
ভার্জিনিয়া টেকের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লিসা এম লি বলেন, দূরত্ব বিবেচনায় সংক্রমিত হওয়ার ঝুঁকির বিষয়টি অনেক বেশি বিভ্রান্তিকর। মানুষ এ বিষয়ে সুনির্দিষ্ট উত্তর চায়। কিন্তু এখন পর্যন্ত এর কোনো উত্তর নেই।
তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রতিরক্ষামূলক ব্যবস্থা পাওয়া যায়নি। তাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই।
‘মাস্কই আপনার প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা’, বলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লি।
এমরি বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ বব বেডনারজাইক বলেন, বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক পরার অভ্যাস করতে পারলে কোন পরিস্থিতিতে কী করতে হবে তা নিয়ে এতো ভাবতে হবে না।