বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খেজুর গাছে ডাব কেন?

  •    
  • ২২ অক্টোবর, ২০২০ ১৫:১২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বাজার এলাকায় এই গাছের অবস্থান।

ঢাকা-সিলেট মহাসড়ক ধরে চলার পথে অদ্ভুত এক দৃশ্য ধরা পড়ে। খেজুর গাছের কাণ্ডজুড়ে ডাব আর ডাব।

এ কেমন কথা? বিশ্বাস হয় না। কাছে গেলেও দেখা যায় ডাবগুলো সত্যি সত্যি আছে গাছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বাজার এলাকায় এই গাছের অবস্থান। তবে আসলে ডাবগুলো ধরেছে নারকেল গাছেই। স্থানীয় ডাব বিক্রেতা ইসমাঈল হোসেনের কাজ এটি।

ডাব খাওয়ার পর খোসা ফেলে না দিয়ে খেজুর গাছের পাতা কেটে ডগাতে ডাবগুলো গেঁথে রাখেন তিনি। দেখতে সুন্দর লাগে, মানুষ আকৃষ্ট হয়, ছবি তুলতে গাছের কাছে আসে। তিনি পেয়ে যান নতুন ক্রেতা।

এক মোটরসাইকেল আরোহীকে এভাবেই পেয়ে গেলেন ইসমাঈল হোসেন। সড়ক দিয়ে যাওয়ার পথে এই দৃশ্য দেখে নামলেন তিনি। তুললেন ছবি। একটি ডাব কেটে মেটালেন তৃষ্ণা। তার খোসাও আবার উঠে গেল গাছে।

ওই ক্রেতা বলেন, ‘দূর থেকে দেখলাম খেজুর গাছে ডাব। তাই মোটরসাইকেল থামিয়ে গাছের সামনে গেলাম। পরে সেখান থেকে ডাব কিনে খেলাম।’

অভিনব বিপণন কৌশল

ইসমাঈল হোসেন নিউজবাংলাকে জানান, খেজুর গাছটির নিচে প্রায় দুই বছর ধরে ডাব বিক্রি করছেন। প্রথম দিকে তেমন একটা ডাব বিক্রি হতো না। সংসারও চলত ঢিমেতালে। এরপর তিনি ডাবের খালি খোসাগুলো খেজুর গাছে ঝুলিয়ে দেন।

তিনি বলেন, এ পদ্ধতিতে ভাগ্য ফেরে তার। ‘খেজুর গাছে ডাব’ অনেক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে।

ইসমাঈল হোসেন বলেন, ক্রেতারা ডাব খেয়ে খোসাগুলো ফেলে চলে যান। সেই খোসা যেখানে-সেখানে না ফেলে খেজুর গাছটিতে ঝুলিয়ে দেন তিনি। এতেই মনে হয় গাছটিতে ডাব ধরেছে।

এতে বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশও রক্ষা পাচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর