কানাডার কুইবেকে প্রথমবারের মতো বাংলাদেশি কানাডিয়ানদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান ও বাঙালি পেশাজীবীদের একটি ওয়েবসাইট চালু হয়েছে।
এতে স্থানীয় বাংলাদেশিরা এসব ব্যবসাপ্রতিষ্ঠান এক নজরে দেখার ও পছন্দমতো পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করার সুবিধা পাবেন।
www.bbiq.ca নামের ওয়েবসাইটটি তৈরি করেছেন প্রকৌশলী শিহাব উদ্দিন।
তিনি জানান, ডেভলপমেন্টের পর এখন ওয়েবসাইটটিতে ব্যবসাপ্রতিষ্ঠান ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
শিহাব বলেন, ‘অনেকেই বিভিন্ন প্রয়োজনে দেশীয় কমিনিউনিটির মানুষদের খোঁজ করেন। পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করে আমি এই কাজটি সহজ করার চেষ্টা করছি।’
তিনি জানান, ওয়েবসাইটে সব ব্যবসাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। আপাতত সব পেশাজীবীকে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। যে পেশাজীবীদের নিয়মিত কাজ খুঁজতে হয় ও যাদের সেবা দরকার পড়ে, শুধু তাদের তথ্যই রাখা হচ্ছে। যে কোনো প্রতিষ্ঠান বা পেশাজীবী কোনো খরচ ছাড়াই ওয়েবসাইটে যুক্ত হতে পারবেন।
শিহাব বলেন, ‘কমিউনিটির মানুষদের মধ্যে যোগাযোগ, আন্তরিকতা বাড়ানোর জন্য ওয়েবসাইটটি খোলা হয়েছে।’কুইবেকের মতো কানাডার অন্যান্য প্রদেশেও এ ধরনের ডিরেক্টরি তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে। গত বছর টরন্টোতে বাংলা টাউন নামে একটি ডিরেক্টরি প্রকাশিত হয়।