গত এক বছরে ধরে বলিপাড়ায় কান পাতলেই সবচেয়ে বেশি যে গুঞ্জনটা শোনা যায় সেটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে ঘিরে।
তারা যে সম্পর্কে রয়েছেন গোটা বলিউড এমনটা ভাবলেও তা টুঁ শব্দটুকুও শোনা যায়নি তাদের মুখে।
তবে এবার তাদের সম্পর্ক নিয়ে থলের বিড়াল বের করলেন অভিনেতা হর্ষবর্ধন কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হর্ষবর্ধন জানিয়ে দিলেন চুটিয়ে প্রেম করছেন ভিকি ও ক্যাটরিনা।
ছোটপর্দার একটি সেলিব্রেটি চ্যাট শো-তে হাজির হয়েছিলেন হর্ষবর্ধন।
সেখানে তাকে জিজ্ঞেস করা হয় সাম্প্রতিক সময়ে বলিউডের অন্তত এমন একটি জুটির নাম বলতে হবে যারা সত্যিকারের সম্পর্কে রয়েছেন কিন্তু স্বীকার করেন না।
একমুহূর্তও না ভেবে হর্ষবর্ধন জবাব দেন, ‘ভিকি ও ক্যাটরিনা!’
তারপরেই হাসতে হাসতে হর্ষবর্ধন পাল্টা প্রশ্ন করেন, ‘এই যে ব্যাপারটা আমি ফাঁস করে দিলাম এর জন্য বিপদে পড়ে যাবো না তো?’
এরপর নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেতা। বলেন, ‘অবশ্য এটা তো এখন বেশ ওপেন সিক্রেট ব্যাপার। সবাই বুঝতে পারছে তাদের ব্যাপারটা।’
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছবি: সংগৃহীত
গত ৫ এপ্রিল নিজের করোনা আক্রান্ত হয়েছিলেন ভিকি। তার একদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের করোনা আক্রান্তের খবর জানিয়েছিলেন ক্যাটরিনাও।
আবার ওই মাসের ১৬ তারিখে করোনা নেগেটিভ ভিকি। অন্যদিকে ১৭ তারিখ করোনা মুক্ত হয়েছিলেন ক্যাটরিনাও।
দুইজনের একই সময়ে আক্রান্ত হওয়াতে তাদের ঘনিষ্ঠতা নিয়ে সেই সময়ে বেশ ফিসফিস শোনা গিয়েছিল বলিপাড়ায়।