বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি টেস্ট প্লেয়ারের মতো: সিমলা

  •    
  • ২১ মার্চ, ২০২১ ০৮:৪১

সিনেমায় দীর্ঘ বিরতি নিয়ে সিমলা বলেন, ‘আমি জানি আমার অডিয়েন্স আছে। আমাকে যথেষ্ট পছন্দ করার মতো অডিয়েন্স আছে। কিন্তু আসলে কেন জানি ব্যাটে বলে মিলছে না। এটা আমার বদ নসিব বলতে পারি।’

১৯৯৯ সালে প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় সামসুন নাহার সিমলার। সেই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে ঘরে তুলেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এরপর গঙ্গাযাত্রা, রূপগাওয়াল, নেকাব্বরের মহাপ্রয়াণসহ বেশ কিছু সিনেমায় কাজ করেন সিমলা। কিন্তু দীর্ঘদিন ধরে চলচ্চিত্রপাড়ায় নেই ঢাকাই সিনেমার এ নায়িকা।

সিনেমার পর্দায় অনুপস্থিতি নিয়ে নিউজবাংলার সঙ্গে আলাপ হয় সিমলার। তিনি বলেন, ‘আমি অনেক দিন বড় পর্দায় নাই। এটার কোনো কারণ নাই। আমার ব্যাটে-বলে মিলছে না।

‘এটা ভাগ্য বলতে পারেন। কাজ হলে কেন করব না? কাজ কে না করতে চায়।’

কোনো ধরনের অভিমান থেকে চলচ্চিত্র থেকে দূরে আছেন কি না জানতে চাইলে সিমলা বলেন, ‘আমি আসলে কিছু ব্যাপারে…অভিমান না, দুঃখ না, কষ্ট না, কিছুই না। আমার কেন জানি ম্যাডাম ফুলিসহ যে কাজগুলো আমি করেছি…আসলে সবাই চায়।

‘আমি জানি আমার অডিয়েন্স আছে। আমাকে যথেষ্ট পছন্দ করার মতো অডিয়েন্স আছে। কিন্তু আসলে কেন জানি ব্যাটে বলে মিলছে না। এটা আমার বদ নসিব বলতে পারি।’

চলচ্চিত্রে অনুপস্থিতির জন্য কাউকে দায়ী করতে চান না সিমলা।

‘এ জন্য কাউকে দায়ী করি না; ভাগ্যকে ছাড়া এখানে দায়ী করার কিছু নাই। তবে আমি আশাবাদী। হয়তো ক্রিকেটের ভাষায় বলতে হয় আমি টেস্ট প্লেয়ারের মতো। ইনশাল্লাহ সামনে কিছু দিবো।

‘আসলে দক্ষ না হলে টেস্ট খেলা সম্ভব হয় না। এটা যারা ভালো ক্রিকেট খেলেন তারা জানেন। আর এটা অনেক ধৈর্যের ব্যাপার। আর সেই ধৈর্যটা আমার মধ্যে আছে।’

‘কাজের প্রতি ভালোবাসা আছে’

কাজ করা হচ্ছে না বলে সিনেমার প্রতি ভালোবাসা কমেনি সিমলার।

‘আমার যেমন কাজের প্রতি ভালোবাসা আছে, আমারও কিছু দায়িত্ব দেশে ভালো কিছু দেয়ার জন্য। এই ভালোবাসাটা আমার মধ্যে রয়ে যাবে।

‘আমি মনে করি না যে কাজ করছি না বলে খুব খারাপ লাগছে ভিতর থেকে। এটা আমি কখনোই ফিল করি না। আমি ভীষণ হ্যাপি একটা মানুষ; একটাই সিমলা বাংলাদেশে।’

২০১৪ সালের আগস্টে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের একটি সিনেমায় অভিনয় করেন সিমলা। তবে এখনও মুক্তি পায়নি সিনেমাটি। আগামী ঈদে এটি মুক্তি পেতে পারে।

সর্বশেষ ২০১৭ সালে আশিকুর রহমান আশিকের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি-২’ সিনেমায় সিমলার কাজ করার কথা থাকলেও শুরুই হয়নি শুটিং।

এ বিভাগের আরো খবর