সেন্সর বোর্ডের অনুমোদন না পেয়ে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘মেকআপ’।
আই থিয়েটারে রোববার অনএয়ার হবে পরিচালক অনন্য মামুনের নতুন এ সিনেমা।
তার আগে বিএফডিসির ভিআইপি প্রজেকশন রুমে শুক্রবার সন্ধ্যায় দেখানো হলো সিনেমাটির প্রিমিয়ার শো।
ওই শো শেষে সিনেমার প্রধান চরিত্র নবাগত চিত্রনায়িকা রিয়েলী কথা বলেন নিউজবাংলার সঙ্গে।
মেকআপ রিয়েলীর প্রথম সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না বলে বেশ মন খারাপ তার।
রিয়েলী বলেন, ‘এত সুন্দর একটা সিনেমা। আমার মনে হচ্ছে দর্শক অনেক ভালো কিছু মিস করে ফেলেছে। এটি হলে দেখার মতো একটা সিনেমা।
‘আমার চোখ দিয়ে পানি পড়ছিল। এত ভালো একটা সিনেমা আমি করেছি; সেটা আমি প্রেক্ষাগৃহে দেখাতে পারব না। এই কষ্টটা আমার সারা জীবন বয়ে বেড়াতে হবে।’
মেকআপের আড়ালে ঢাকার অভিনয় শিল্পীদের জীবন আর সিনেমা জগতের গল্প নিয়েই মেকআপ বানিয়েছেন অনন্য মামুন। দেখানো হয়েছে মেকআপে ঢেকে রাখা চলচ্চিত্র শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের গল্প।
চলচ্চিত্রাঙ্গন ও সিনেমার মানুষদের নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে উল্লেখ করে সিনেমাটির ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।পরিচালক অনন্য মামুন নিউজবাংলাকে বলেন, ‘সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় এবং সিনেমা হল সংকটের কারণে ওটিটি প্ল্যাটফর্মেই সিনেমাটি মুক্তি দিচ্ছি।’
সাবস্ক্রাইব করে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে ২০ টাকায় দেখা যাবে সিনেমাটি।
মেকআপ সিনেমায় অভিনয় করেছেন রিয়েলী ও রোশান। ছবি: নিউজবাংলামেকআপ সিনেমায় অন্যদের মধ্যে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ।