পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপারে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে ‘পদ্মাপুরাণ’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন রাশিদ পলাশ।
গত ১১ মার্চ ‘নোনা’ শিরোনামে সিনেমাটির একটি গান প্রকাশ করা হয় ইউটিউবে। বিবেক মজুমদারের কথা, সুর ও সংগীতে এ গানে কণ্ঠ দিয়েছেন আরিফ।
এরই মধ্যে গানটি দেখা হয়েছে প্রায় ৪৫ হাজার বার। ইউটিউব লিংকে কথা, সুর ও ভিডিও ধারণসহ সব কিছু নিয়েই অনেক প্রশংসা চলছে।
একজন দর্শক লিখেছেন, ‘অসম্ভব সুন্দর একটা গান। শুনলেই মন ভালো হয়ে যায়।’
খান আতাউর রহমান নামে একজন লিখেছেন, ‘গানের কথা, সুর দৃশ্যধারণ খুবই অসাধারণ।’
এ রকম অসংখ্য মন্তব্য পড়েছে গানটির লিংকে।
সুমাইয়া অর্থী নামে একজন লিখছেন, ‘গানটা বেশ সুন্দর। সিনেমা দেখার অপেক্ষায় আছি। এই সময়ের যাত্রাপালা ছবির মধ্যে এই রকম সিনেমা দেখে অনেক শান্তি পাওয়া যায়।’
গানটির এমন প্রশংসায় দারুণ খুশি ‘পদ্মাপুরাণ’ সিনেমার পুরো টিম।
পরিচালক রাশিদ পলাশ নিউজবাংলাকে বলেন, ‘মানুষ নোনা গানটি গ্রহণ করেছে। প্রশংসা করছে। প্রচুর ফোন, এসএমএস পেয়েছি। আমরা সবাই দারুণ খুশি।
‘নোনা আমাদের সিনেমার এই সিনেমার প্রথম গান; আরও গান আসছে। আশা করি, সেই গানগুলোতেও ভালো কিছু, নতুন কিছু পাবেন দর্শকরা। আমরা স্কুল-কলেজ খোলার অপেক্ষায় আছি; খুললেই পদ্মাপুরাণ রিলিজ দিতে চাই।’