বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মনিকা, ও মাই ডার্লিং’ নেটফ্লিক্স সিনেমায় রাজকুমার ও হুমা  

  •    
  • ১৭ মার্চ, ২০২১ ২৩:১৩

রাজকুমার রাও ও হুমা কোরেশি এর আগে একসঙ্গে গ্যাংস ওফ ওয়াসিপুর সিনেমায় কাজ করেছেন, তবে পর্দায় দুজনকে এক সঙ্গে দেখা যায়নি। এই প্রথম তারা একে অপরের বিপরীতে কাজ করবেন।

রাজকুমার রাও ও হুমা কোরেশি জুটিবদ্ধ হচ্ছেন নতুন নেটফ্লিক্স সিনেমার জন্য। ভাসান বালার পরিচালনায় সিনেমাটির নাম মনিকা, ও মাই ডার্লিং।

সিনেমার নাম নেয়া হয়েছে ১৯৭১ সালের ক্যারাভান সিনেমার আইটেম গান থেকে। মনিকা, ও মাই ডার্লিং গানটিতে কন্ঠ দেন ও সুর করেন আর. ডি. বর্মণ। বিখ্যাত এ ক্লাসিক আইটেম গানে নেচেছিলেন অভিনয় ও নৃত্যশিল্পী হেলেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমাটি প্রযোজনা করবেন শ্রীরাম রাঘবন ও সঞ্জয় রাউট্রে।

সিনেমাটি এখন প্রি-প্রডাকশন পর্যায়ে আছে। কৌতুকধর্মী এ সিনেমার গল্প একটি অফিসকে ঘিরে এগিয়ে যাবে।

রাজকুমার রাও ও হুমা কোরেশি এর আগে একসঙ্গে গ্যাংস ওফ ওয়াসিপুর সিনেমায় কাজ করেছেন, তবে পর্দায় দুজনকে এক সঙ্গে দেখা যায়নি। এই প্রথম তারা একে অপরের বিপরীতে কাজ করবেন।

নেটফ্লিক্সের সঙ্গে রাজকুমারের এটি তৃতীয় কাজ হবে। প্রথম দুটি সিনেমা হলো অস্কার ও বাফটা মনোনীত সিনেমা দ্য হোয়াইট টাইগার ও অনুরাগ বসু পরিচালিত সিনেমা লুডু।

লেইলা সিরিজের পর নেটফ্লিক্সের সঙ্গে মনিকা, ও মাই ডার্লিং হুমার দ্বিতীয় কাজ।

এ বিভাগের আরো খবর