প্রতিকৃতিতে ফুল দিয়ে, কেক কেটে ও আতশবাজি ফুটিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
বুধবার সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতি চত্বরে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া হয়। এরপর বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হয়। পরে কেক কেটে ও আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে পিতার জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিম বলেন, আমরা এমন এক দেশের মানুষ; আল্লাহ আমাদের উপহার দিয়েছিলেন জাতির পিতাকে। আমরা মাথা উঁচু করে, গর্ব করে বলতে পারি আমরা বাঙালি।
অভিনেত্রী আনোয়ারা বলেন, আজকে যদি এই মহান মানবের জন্ম না হতো তা হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলা হবে সোনার বাংলা। তার এই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করে যাচ্ছেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অরুণা বিশ্বাস, ডিপজল, রুবেল, আলেকজান্ডার বো, অপু বিশ্বাস, সিমলা, জায়েদ খান, ইমন, বিপাশা কবির, আইরিন প্রমুখ।