বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাহ্নবি-রাজকুমারের ‘রুহি’র মুক্তি শিগগিরই  

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:০৬

সিনেমাটি পরিচালনা করেছেন হার্দিক মেহতা; চিত্রনাট্য লিখেছেন মৃগদ্বীপ সিং লাম্বা। ভারতের দেড় হাজার হলে রুহি মুক্তি পাবে।

রাজকুমার রাও, জাহ্নবি কাপুর ও বরুণ শর্মা অভিনীত হরর কমেডি সিনেমা রুহি মুক্তি পাচ্ছে হলগুলোতে।

আগামী ১১ মার্চ সিনেমাটি মুক্তি দেয়া হবে।

জিও স্টুডিও ও ম্যাডক ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে। মঙ্গলবার এর ট্রেইলার প্রকাশ করা হবে।

সিনেমাটি পরিচালনা করেছেন হার্দিক মেহতা; চিত্রনাট্য লিখেছেন মৃগদ্বীপ সিং লাম্বা। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ভারতের দেড় হাজার হলে রুহি মুক্তি পাবে। অন্য দেশগুলোতেও একই দিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জিও স্টুডিওর পক্ষ থেকে জ্যোতি দেশপান্ডে বলেন, ‘আমরা সব সময়ই এমন গল্পে অর্থায়ন করেছি যেগুলোর ভালো প্রডাকশন ভ্যালু আছে। যে সিনেমাগুলোর সাউন্ড ভালো হয়, থিয়েটারে সে সিনেমাগুলো ভালো চলে। কারণ তখন মনে হয় আমার টাকাটা উশুল হয়েছে।

‘সিনেমাটি এক বছর ধরে যারা দেখার অপেক্ষায় ছিলেন, তাদের জন্যই মুক্তি দেয়ার এমন সময় বেছে নেয়া হয়েছে, যখন সবাই মিলে একসঙ্গে সিনেমাটি উপভোগ করতে পারবেন।’

অভিনেত্রী জাহ্নবি কাপুরের হাতে আরও কিছু সিনেমা আছে। তার মধ্যে গুড লাক জেরি সিনেমার শুটিং চলছে। এটি মুক্তি পাওয়ার কথা আছে মে মাসে।

অন্য সিনেমাগুলোর মধ্যে আছে বোম্বে গার্ল, রণভূমি, দোস্তানা ২ ও তাখত।

এ বিভাগের আরো খবর