বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজস্থানেই উত্তর প্রদেশ দেখাবে বচ্চন পান্ডে 

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৩২

জয়সালমিরের মরুভূমিতে শুটিং হবে এ সিনেমার। কিন্তু গল্পের প্রয়োজনে উত্তর প্রদেশের দৃশ্য সিনেমায় থাকা দরকার।

পৃথ্বীরাজ ও আতরাঙ্গি রে সিনেমার শুটিং শেষ করে অক্ষয় কুমার শুরু করেছেন বহুল প্রতীক্ষিত সিনেমা বচ্চন পান্ডের কাজ। ভারতের রাজস্থানের শহর জয়সালমিরে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সিনেমাটি ২০২২ সালে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

সিনেমার শুটিং শুরু হওয়ার পর সিনেমায় অক্ষয় কুমারের লুক প্রকাশ করা হয়। তাতে অক্ষয়কে দেখা যায় নতুন অবতারে। তার এক চোখ নীল আর এক চোখ বাদামি রঙের। বলিষ্ঠ শরীরের অক্ষয় কুমার একদম তৈরি।

জয়সালমিরের মরুভূমিতে শুটিং হবে এ সিনেমার। কিন্তু গল্পের প্রয়োজনে উত্তর প্রদেশের দৃশ্য সিনেমায় থাকা দরকার।

এ বিষয়ে সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানায়, জায়সালমিরেই উত্তর প্রদেশের কিছু দৃশ্যের শুটিং করা হবে।

‘জয়সালমিরে অনেক প্রাণবন্ত ও আকর্ষণীয় স্থাপত্যশিল্প আছে। এর মহল আর অন্যান্য বাংলোগুলো পুরোনো হলেও খুব মজবুত। ক্যামেরায় দেখতে ভালো লাগে।

‘বচ্চন পান্ডে সিনেমার গল্প উত্তর প্রদেশের বলে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য রাজস্থান শহরে ধারণ করবেন। তারা নিশ্চিত করেছেন, খুব সহজেই উত্তর প্রদেশের শহর হিসেবে একে উপস্থাপন করা যাবে।’

বচ্চন পান্ডে সিনেমার নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজও খুব শিগগিরই যোগ দেবেন শুটিংয়ে। এ সিনেমায় আরও অভিনয় করছেন কৃতি শ্যানন, আরশাদ ওয়ারসি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বাব্বর ও অভিমন্যু সিং।

অভিমন্যু সিংকে দেখা যাবে খলচরিত্রে। বচ্চন পান্ডে পরিচালনা করবেন ফরহাদ সামজি। সিনেমার শুটিং শুরু হয়েছে ৬ জানুয়ারি।

এ বিভাগের আরো খবর