বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরিয়াল কিলারের খোঁজে ‘অন্ধ’ সোনম 

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ০৮:১৯

ব্লাইন্ড নামের নারীপ্রধান সিনেমায় কাজ শুরু করেছেন সোনম। যুক্তরাজ্যে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।

সোনম কাপুরের ক্যারিয়ারে সফল সিনেমার সংখ্যা কম। যদিও ফ্যাশনে তার ধারে কাছেও নেই অনেকে।

সোনমের শেষ সিনেমা ছিল ২০১৮ সালের ভিরে দি ওয়েডিং। সেটিও খুব বেশি ব্যবসা করতে পারেনি। কিন্তু হার মানছেন না অনিল কাপুরের মেয়ে।

ব্লাইন্ড নামের নারীপ্রধান সিনেমায় কাজ শুরু করেছেন তিনি। যুক্তরাজ্যে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।

নিজের ইনস্টাগ্রামে সিনেমার শুটিংয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘২০২১ শুরু করার সবচেয়ে ভালো উপায়।’

সিনেমার নাম ব্লাইন্ড। তাই ধারণা করা যায়, অন্ধের ভূমিকায় সোনম অভিনয় করবেন। তবে এখানে একটি মজার টুইস্ট রয়েছে।

সোনম অভিনয় করবেন অন্ধ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। ভয়ংকর এক সিরিয়াল কিলারকে ধরার চেষ্টায় নিজের বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাবেন সে পুলিশ কর্মকর্তা।

সোনমের অন্ধ চরিত্রের সঙ্গে পরিচয় আছে আগে থেকেই। সোনম সিনেমায় প্রথম কাজ করেন সঞ্জয় লীলা বানসালীর ব্ল্যাক সিনেমায় সহকারী পরিচালক হিসেবে।

ওই সিনেমায় তিনি খুব কাছ থেকে রানি মুখার্জিকে অন্ধের ভূমিকায় অভিনয় করতে দেখেছেন।

ব্লাইন্ড সিনেমাটি পরিচালনা করবেন সোম মাখিজা। এটি তার প্রথম একক পরিচালনার সিনেমা।

এর আগে যৌথভাবে তিনি পরিচালনা করেছেন বদলাপুর, কাহানি ২, আই, মি আউর ম্যা সিনেমা।

এ বিভাগের আরো খবর