বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাম গোপাল ভার্মার হরর সিনেমা টুয়েলভ ও ক্লক 

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ০৮:৩৮

২০২১ সালে হলে প্রথম মুক্তি পাওয়া সিনেমা হবে টুয়েলভ ও ক্লক।

বলিউডের বিখ্যাত হরর সিনেমা পরিচালক রাম গোপাল ভার্মা তার নতুন সিনেমা টুয়েলভ ও ক্লক মুক্তি দিচ্ছেন ৮ জানুয়ারি।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালে হলে প্রথম মুক্তি পাওয়া সিনেমা হবে টুয়েলভ ও ক্লক।

এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, মাকরান্দ দেশপান্ডে, দিব্য জগদেল, মানব কউল ও আলী আজগর।

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমা হবে টুয়েলভ ও ক্লক। এর আগে পরিচালক নির্মাণ করেছেন রাত, ভূত, ভূত রিটার্নস ও নিঃশব্দ এর মতো ভৌতিক সিনেমা।

এবার একটু ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার কারণ জানালেন তিনি।

‘আমি সবসময় বিশ্বাস করি হরর সিনেমা সবচেয়ে বেশি সফলতা পায় যখন সাইকোলজিক্যাল সংযোগ থাকে। কারণ মানুষের কল্পনার সঙ্গে মিলে যাওয়াতেই ভয়টা আরও জোরদার হয়।’

সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন বাহুবলী সিনেমার সংগীত পরিচালক এম কিরাভানি। তিনি প্রথম বারের মতো হরর সিনেমায় কাজ করেছেন।

এ বিভাগের আরো খবর